আলিফ হত্যা মামলার বিচারের দাবিতে চট্টগ্রামে সিআইইউ শিক্ষার্থীদের মানববন্ধন

২৮ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১২ PM
ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ

ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িত উগ্রবাদীদের গ্রেপ্তার, বিচার ও ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ করেছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইউ) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জামালখান এলাকাস্থ নিজ ক্যাম্পাসের সামনে তারা এই মানববন্ধন করেন।

পরে জামালখান মোড় হয়ে চেরাগি পর্যন্ত বিক্ষোভ মিছিল নিয়ে যান তারা এবং চেরাগি পাহাড় মোড়ে ইসকনের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতীকী অবস্থান নেন। এরপর ক্যাম্পাস চত্বরে ফিরে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এসময় তাদের ‘আমার ভাইকে মারল কেন, প্রশাসন জবাব চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত ’, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ’, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ ’ স্লোগান দিতে দেখা যায়। 

আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইমরানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আইন বিভাগের প্রভাষক নাঈম আহসান তালহা, ব্যবসা অনুষদের সহকারী অধ্যাপক সাঈদ আহসান। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মাহমুদুল হাসান, সাদেল চৌধুরী, সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, মুহাম্মদ সাজ্জাদ হোসাইন, মুমিনুল ইসলাম, হোসাইন মাসুম, রিয়াজুল করিম, ইনজামামুল হক, শেখ আবদুল্লাহ, সামি এবং সাকিফা। 

বিক্ষোভকারী শিক্ষার্থীদের মধ্য থেকে আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইমরান বলেন, আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই মানববন্ধনে দাঁড়িয়েছি। আমাদের স্বপ্নের ঠিকানা আদালত প্রাঙ্গণে আমার এক অ্যাডভোকেট ভাইকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে উগ্রবাদীরা।

একজন অ্যাডভোকেট আদালত প্রাঙ্গণে নিরাপদ নয় এটি লজ্জার বিষয়। আমরা আলিফ হত্যার বিচার চাই। প্রশাসনকে এর যথাযথ ব্যবস্থা নিতে হবে।

জানা যায়, রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান তার অনুসারীরা। পুলিশ ও আইনজীবীদের সঙ্গে বিক্ষোভকারীদের এ সংঘর্ষের মধ্যে আইনজীবী আলিফকে কুপিয়ে আহত করে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা। পরে আহত অ্যাডভোকেট  আলিফকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরই পরিপ্রেক্ষিতে ২৮ নভেম্বর সকালে বিক্ষোভের ডাক দেন সিআইইউর শিক্ষার্থীরা। উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা অ্যাডভোকেট আলিফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানান।

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্…
  • ২০ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ২০ জানুয়ারি ২০২৬
শুধু দল নয়, দেশের মানুষ থেকে মন্ত্রী বানাব: ডা. তাহের
  • ২০ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্ত…
  • ২০ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ কবে, জানালেন ডিন
  • ২০ জানুয়ারি ২০২৬
বিইউপির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9