ইসকন নিষিদ্ধের ব্যাপারে যা বললেন রিজওয়ানা হাসান

২৮ নভেম্বর ২০২৪, ০৮:২৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১২ PM

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কোনো সংস্থা বা সংগঠন নিষিদ্ধের ব্যাপারে আলোচনা হয়নি।

বৃহস্পতিবার (২৮নভেম্বর) রাতে এক ব্রিফিংয়ে ইসকন নিষিদ্ধের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ইসকন নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান কী, এমন প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দাবি অনেক উঠতে পারে, দাবির সম্পর্কে মানুষ অনেক কর্মসূচি দিতে পারে, ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থাকে আমরা জড়িয়ে ফেলছি না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতেও পারেন, নাও হতে পারেন। এটা আদালত দেখবে।

তিনি বলেন, সংস্কারগুলোর সঙ্গে নির্বাচনের একটা ব্যাপার আছে। সংস্কারের প্রস্তাবগুলো আসবে, এগুলোর ওপরে জনগণ কথা বলবে, চূড়ান্ত একটা সংস্কার প্রস্তাবনা হবে, যে পদক্ষেপগুলো নেওয়ার সেগুলো আমরা নেব। যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে আমরা নির্বাচনের দিকে যাব। নির্বাচন শুরু করার প্রাথমিক কাজ হয়ে গেছে।

‌‌‌‘দায়িত্ব নিলে নানা মুখি চাপের ভার বহন করতে হবে। এটা অস্বাভাবিক কিছু না। নির্বাচন কমিশন করতে হবে, করা হয়েছে, এটা একটা নিয়মতান্ত্রিক বিষয়। নিয়ম তান্ত্রিকভাবেই করা হয়েছে। এটা কোনো চাপে করা হয়নি।’

সোহরাওয়ার্দী উদ্যানে থানা স্থাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি মনে করছে জানিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবির প্রেক্ষিতে আমরা দুই সপ্তাহের সময় নিয়েছি। দুই সপ্তাহ আমরা বসে দেখব এই থানাটা এখানে করার উপযোগী কি না।

আরও ১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
শীতকালে নিয়মিত মধু খেলে যেসব উপকার পাবেন
  • ০২ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ০২ জানুয়ারি ২০২৬
কেন কৃষি প্রকৌশল হতে পারে আপনার প্রথম পছন্দ?
  • ০২ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে আরও তিন আওয়ামী লীগ নেতার পদত্যাগ
  • ০২ জানুয়ারি ২০২৬
ঢাকাকে ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম, যেমন হলো একাদশ
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!