আইনজীবী আলিফের জানাজা আজ, অংশ নিতে চট্টগ্রামে যাচ্ছেন সারজিস

সারজিস আলম
সারজিস আলম  © সংগৃহীত

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সৃষ্ট সংঘর্ষে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। তার জানাজায় অংশ নিতে চট্টগ্রাম যাচ্ছেন ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

বুধবার (২৭ নভেম্বর) সকালে সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে আইনজীবী আলিফের জানাজার স্থান-সময় ও তাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম যাওয়ার উল্লেখ করেছেন।

সারজিস তার ফেসবুক স্টেটাসে লিখেছেন, ‘ইসকনের উগ্রবাদীদের হাতে শহীদ হওয়া আমাদের সহযোদ্ধা সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে সকাল ১১ টায়। স্থান: জামিয়াতুল ফালাহ জামে মসজিদ, চট্টগ্রাম। দেখা হবে ইনশাআল্লাহ। ইনকিলাব, জিন্দাবাদ।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!