সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে দেয়া আইনজীবী সাইফুলের সেই স্ট্যাটাসটি ভাইরাল

সাইফুল ইসলাম আলিফ ও ছড়িয়ে পড়া পোস্ট
সাইফুল ইসলাম আলিফ ও ছড়িয়ে পড়া পোস্ট  © ফাইল ফটো

গত আগস্টে দেশের জেলায় মারাত্মক বন্যায় বন্যার্তদের পাশে দাঁড়ায় বৌদ্ধ ধর্মাবলম্বিরাও। সেই সময়ের ত্রাণ বিতরণের কিছু ছবিযুক্ত একটি পোস্ট শেয়ার করে প্রয়াত আইনজীবী সাইফুল ইসলাম। চলতি বছরের ২২ আগস্ট ফেসবুকে দেওয়া সাইফুলের সেই পোস্টটি হঠাৎ ছড়িয়ে পড়েছে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেদিনের পোস্টে আলিফ লিখেছিলেন, ‘আপনি এই দেশের একতাকে ধর্মের নামে ভাঙতে পারবেন না’।

জানা গেছে, সাইফুল ইসলাম আলিফের বাড়ি লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা গ্রামে। ২০১৮ সালে তিনি জজ কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০২৩ সালে তালিকাভুক্ত হন হাইকোর্টের আইনজীবী হিসেবে।

প্রসঙ্গত, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সোমবার (২৫ নভেম্বর) ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এরপরই তার অনুসারীরা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আদালতপাড়ায় তাণ্ডব চালায়। এসময় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে তারা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence