৬০ থেকে ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে: মোল্লা কলেজের অধ্যক্ষ

২৫ নভেম্বর ২০২৪, ০৫:১৬ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২২ PM

© সংগৃহীত

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার ঘটনায় ৬০ থেকে ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কলেজটির কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন। আজ সোমবার বিকেলে সংঘর্ষের পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় প্রায় একশোরও বেশি শিক্ষার্থী আহত হয়েছে। শিক্ষার্থীদের সার্টিফিকেট নষ্ট করে দিয়েছে, টাকা পয়সা নিয়ে গেছে, তিন হাজার ফ্যান নষ্ট করেছে, ২০-৩০টা ল্যাপটপ নিয়ে গেছে, ৩০০ এর উপর সিসিটিভি ক্যামেরা নষ্ট করা হয়েছে, ৫টা লিফট নষ্ট করা হয়েছে, ১২ তলা ভবনের একটা কাঁচও অবশিষ্ট নেই। আইসিটি ল্যাবের ১০০টির মতো কম্পিউটার নিয়ে গেছে।

এসময় তিনি আরও বলেন, আজকের এই ক্ষতি কোনোভাবেই কাম্য নয়। আমি চাই না কোনো শিক্ষার্থীর মাধ্যমে দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এভাবে ক্ষতিগ্রস্থ হোক। আমরা প্রতিনিয়তই দেখছি একটি কলেজের সাথে আরেকটি কলেজের মারামারি ঘটছে। সরকারের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে শিক্ষার্থীদের কলেজমুখী করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার তা দ্রুতই নেওয়া হোক। তা না হলে পরিস্থিতি আরও আর খারাপ হবে। এ ধরণের কর্মকান্ডে বিভিন্ন কুচক্রী মহল জড়িত রয়েছে।

২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ: শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া…
  • ০১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার জানাজায় গিয়ে অসুস্থ, পরে মৃত্যু এক ব্যক্তির
  • ০১ জানুয়ারি ২০২৬
রাজধানীতে ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত
  • ০১ জানুয়ারি ২০২৬
ছিন্নমূলের পাশে দাঁড়িয়ে বছরের শেষ দিন উদযাপন করল ‘রূপসী শের…
  • ০১ জানুয়ারি ২০২৬
বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, চিনে ফেলায় দেয়া হয় আগ…
  • ০১ জানুয়ারি ২০২৬
চবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল,…
  • ০১ জানুয়ারি ২০২৬