ফারুকীকে নিয়ে দেয়া পোস্টে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৭:২০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অন্তর্বর্তীকালীন সরকারে নবনিযুক্ত উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সোমবার (১৮ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। এ সময় তিনি নিজ মন্ত্রণালয়ের নানা কাজ নিয়ে আলোচনা করবেন। রবিবার সন্ধ্যায় (১৭ নভেম্বর) এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এমন তথ্য জানান।
দিনভর সামাজিকমাধ্যম ফেসবুকে ফারুকীর উপদেষ্টা পদ ছাড়ার কথা প্রচারের পর সন্ধ্যায় এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শফিকুল আলম তার ফেসবুক পোস্টে বলেন, ‘আমাদের সংস্কৃতিবিষয়ক নতুন উপদেষ্টা ফারুকী। আগামীকাল সোমবার তিনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করে তার নতুন ভূমিকা নিয়ে আলোচনা করবেন। আমাদের শিল্প ও সংস্কৃতিতে কীভাবে গতি আনা যায়, সেই পরিকল্পনাও তুলে ধরবেন ফারুকী।’
শফিকুল আলমের এমন পোস্টের পর ফারুকীর পদত্যাগের তথ্যটি আপাতত গুজব বলে প্রতীয়মান হচ্ছে।