আন্দোলনে আহত-নিহতদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়: হাসনাত

১৭ নভেম্বর ২০২৪, ০৫:১৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ © ফাইল ফটো

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতের সব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আজ রবিবার (১৭ নভেম্বর) পটুয়াখালী দশমিনায় ছাত্র আন্দোলনে শহীদ জিহাদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় বেশি নির্যাতিত হয় বিএনপি। ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতা-কর্মীদের নানা ভাবে মিথ্যা মামলা, হামলা ও জেল জুলুম করে হয়রানি করে।

নির্বাচন প্রসঙ্গে হাসনাত বলেন, ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে যাদের হত্যা করা হয়েছে, সেসব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে পারে না। আমরা ওই হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য জনগণকে নিয়ে পুনরায় যা করার করব। ফ্যাসিস্ট সরকার পতনের পর বর্তমান দেশ গড়তে সময় লাগবে। আমরাও চাই নির্বাচনের জন্য একটি সুষ্ঠু, সুন্দর পরিবেশ তৈরি করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, এতে সময় লাগবে। আহতদের সুচিকিৎসা ও নিহতদের জন্য জুলাই শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে।

উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুবের সম্পদ ১ কোটিরও বেশি
  • ০২ জানুয়ারি ২০২৬
বাকৃবির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
  • ০২ জানুয়ারি ২০২৬
মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি
  • ০২ জানুয়ারি ২০২৬
আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনে খালেদা জিয়ার ‘বিকল্প’ প্রার্থী রফিকুল আলম মজনু
  • ০১ জানুয়ারি ২০২৬
নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনায় বিএনপির…
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!