‘হত্যাকাণ্ডের চেয়েও গুম খারাপ অপরাধ’

আসিফ নজরুল
আসিফ নজরুল  © সংগৃহীত

খুন করার চেয়েও খারাপ অপরাধ গুম বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আইন উদেষ্টা আসিফ নজরুল বলেছেন, যারা গুমের শিকার হয়েছেন, তাদের সম্পত্তি বণ্টনে উত্তরাধিকার বিষয়ে আইন হবে।

শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিসএপিরেন্সের (এএফএডি) দুই দিনব্যাপী অষ্টম কংগ্রেসের উদ্বোধনে এ কথা বলেন তিনি।

এ সময় অনুষ্ঠানে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ফ্যাসিবাদের শিকড় অনেক দূর ছড়িয়ে আছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিস্টের শিকড় এতটাই গভীরে চলে গেছে যে তাদের বিরুদ্ধে লড়াই এত সহজ নয়। গত ১৫ বছরে তারা জড়ো হয়েছে আর এদিকে আমরা কয়েক সপ্তাহ এই প্রক্রিয়ার বিপরীতে কাজ করছি।’

তিনি বলেন, গুম হত্যাকাণ্ডের চেয়েও খারাপ অপরাধ। আইন প্রণয়নের ক্ষেত্রে সক্ষমতার ঘাটতি থাকলেও গুমের বিরুদ্ধে আইন করায় সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।

আরও পড়ুন: সিগারেট না পেয় ছাত্রদল নেতার ছুরিকাঘাত, দোকানিসহ আহত ৫

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বর্তমান সরকার গুম হওয়া মানুষের পরিবারের সঙ্গে রয়েছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, আইন উপদেষ্টার কাছে গুমের মতো অপরাধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ-সংক্রান্ত অধ্যাদেশের খসড়া পণয়নের অনুরোধ করছি। যাতে এ ধরনের অপরাধ কেউ না করতে পারে।

অনুষ্ঠানে গুমের শিকার পরিবারের স্বজনরা নিজেদের অভিজ্ঞতার কথা জানান। ১০ বছর ধরে সন্তানকে ফিরে পাওয়ার আশায় দ্বারে দ্বারে খোঁজ করা রওশন আরা বলেন, ‘আমার ছেলেকে রাতের অন্ধকারে গুম করা হয়েছে। কত জায়গায় খুঁজছি, কোথাও পাইনি।’

আর স্বামীকে হারিয়ে পাঁচ বছর ধরে নিজেও নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন জানিয়ে নাসরিন জাহান বলেন, অন্ততপক্ষে আমাদের একটা সন্ধান দিন যে আছে বা নাই। নামাজের বিছানায় বসে যাতে অন্তত কিছু বলতে পারি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence