ঢাবি ক্যাম্পাস পরিষ্কারও করলেন ইসলামী সমাবেশে আসা অতিথি-প্রতিনিধিরা

ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযানে নামতে দেখা গেছে ইসলামী মহাসম্মেলন আসা অতিথি-প্রতিনিধিদের
ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযানে নামতে দেখা গেছে ইসলামী মহাসম্মেলন আসা অতিথি-প্রতিনিধিদের  © সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের ঢল নেমেছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে শুরু করে ক্যান্টিনসহ সর্বত্র এর প্রভাব পড়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ময়লার স্তূপ পড়ে থাকতে দেখা যায়।

এ নিয়ে সামাজিক যােগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। তবে এই কর্মসূচি শেষ হওয়ার পরপরই ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযানে নামতে দেখা গেছে ইসলামী মহাসম্মেলন আসা অতিথি-প্রতিনিধিদের। মঙ্গলবার (৫ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ শেষে বিকেলে এই কার্যক্রম পরিচালনা করেছেন তারা।

পরিচ্ছন্নতা অভিযানে থাকা অতিথি-প্রতিনিধিরা জানান, সম্মেলনে বিশাল সংখ্যক জমায়েত হওয়ায় প্রাথমিকভাবে আমরা সুষ্ঠু পরিচালনা করতে পারিনি। তবে সম্মেলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পরে থাকা পলিথিন, কাগজ, বোতলসহ বিভিন্ন আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছি।

‘দ্য বিউটি অব ডিইউ ক্যাম্পাস’ নামক একটি ফেইসবুক পেইজ থেকে পরিষ্কার পরিচ্ছনতার ছবি পোস্ট করা হয়েছে। এই ছবির ক্যাপশনে বলেছে, সেন্ট্রাল লাইব্রেরী, টি.এস.সি., কলাভবন, কার্জনহল ও এর আসে পাশের এলাকা পরিষ্কার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাবলিগের সাথীরা।

এই পোস্টের কমেন্টে মাসুদ হাসান নামের একজন লিখেছেন, এগুলো অনেকের চোখে পরবেনা। তর্ক পছন্দ নয় তাই একজন ঢাবিয়ানকে মেনশনও করলাম না।দেখি উনার টাইম লাইনে এমন পোস্ট দেখতে পারি কিনা।

হাবিবুর রহমান জুয়েল নামে আরেকজন লিখেছেন, আলেমরা কখনো বিশৃঙ্খলা করে না। তারা জানে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ।

এর আগে, এদিন সকাল থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন শুরু হয়। এতে যোগ দিতে রাত থেকে জমায়েত হয়েছেন আলেম-ওলামারা। 'দাওয়াত ও তবলিগ, কওমি মাদ্রাসা  এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে' এ সম্মেলন করা হচ্ছে। সমাবেশ শুরু হলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence