ঢাবি অধিভুক্ত কলেজে ভর্তির আর কোনো বিষয় মনোনয়ন কি দেওয়া হবে?

০৫ নভেম্বর ২০২৪, ০১:৩৫ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ও উপাদানকল্প কলেজে ভর্তির পঞ্চম ও চূড়ান্ত ধাপের নতুন বিষয় বরাদ্দ দেওয়া হয়েছে গত ৩ অক্টোবর। এরপর আর কোনও মনোনয়ন দেওয়া হবে কিনা, তা নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনেকে জানতে চেয়েছেন। তবে এ বিষয়ে কর্তৃপক্ষ কোনও সিদ্ধান্ত নেয়নি বলে অনলাইন ভর্তি কমিটি সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, সাত কলেজে কতটি আসন শূন্য আছে, তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষসহ ডিনরা বলতে পারবেন। এ বিষয়ে তারা নতুন করে আর কিছু জানাননি। তারা সিদ্ধান্ত নিয়ে জানালে তখন নতুন বিষয় মনোনয়ন দেওয়া হবে।

এ বিষয়ে অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভিসি, ডিন এবং অধ্যক্ষরা বিষয় মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেন। তবে নতুন করে আর বসেননি তারা। সে কারণে আর কোনও বিষয় মনোনয়ন দেওয়া হবে কিনা, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। শূন্য আসনের বিষয়েও কোনও তথ্য নেই।

আরো পড়ুন: ঢাবিতে ভর্তি: ২৪ ঘণ্টায় কত আবেদন পড়ল, কোন ইউনিটে বেশি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে অধিভুক্ত ও উপাদানকল্প কলেজে চূড়ান্ত বিষয় বরাদ্ধ প্রকাশ ও ভর্তির নোটিশ প্রকাশ করা হয় গত ৩ অক্টোবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প সরকারী সাত কলেজ, প্রকৌশল ও প্রযুক্তি কলেজ এবং গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য এ নোটিশ দেওয়া হয়েছিল।

মেয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কেন্দ্রে এসে বাবার…
  • ২৬ জানুয়ারি ২০২৬
এবারের দাখিল পরীক্ষায় মানতে হবে ১৪ নির্দেশনা
  • ২৬ জানুয়ারি ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে থাইল্যান্ড, মাসিক ভাতা-আবাসনসহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবির শহীদ ওসমান হাদির নিজ বিভাগের স্মরণসভা থেকে দ্রুত বিচা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
দাখিল পরীক্ষা শুরু ২১ এপ্রিল, রুটিন দেখুন এখানে
  • ২৬ জানুয়ারি ২০২৬
২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান
  • ২৬ জানুয়ারি ২০২৬