‘জাতীয় পার্টির অফিস চিরতরে সিলগালা করে দেওয়া হবে’

৩১ অক্টোবর ২০২৪, ০৮:২৪ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
মাহিন সরকার

মাহিন সরকার

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাত ৮টা থেকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন এসব শিক্ষার্থী।

এ সময় তারা বলেন, জাতীয় পার্টি ফ্যাসিস্টদের দোসর। আজ তারা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে, যেখানে ছাত্রলীগের প্রত্যক্ষ মদদ ছিল। অবস্থানকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার জানান, বিজয় নগরে আজ আজ জাতীয় পার্টির মোড়কে ছাত্রলীগ-যুবলীগ তাদের ওপর হামলা চালিয়েছে; যার মূল্য তাদেরকে দিতে হবে। এ সময় আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির একাংশকে নিষিদ্ধের দাবি তোলেন তিনি। 

মাহিন বলেন, কিছুক্ষণের মধ্যেই তারা বিজয় নগরের উদ্দেশ্যে রওনা হবেন এবং জাতীয় পার্টির অফিস চিরতরে সিলগালা করে দেবেন।

এর আগে জাতীয় পার্টিকে ‘নিশ্চিহ্ন’ করতে বিজয় নগর যাচ্ছেন বলে ফেসবুকে জানান সারজিস ও হাসনাত আব্দুল্লাহ। ফেসবুক ওয়ালে হাসনাত আব্দুল্লাহ লিখেন, জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে,অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।

এরপরে তাদের প্রতিহত করার একটি ঘোষণা দেন। এ সময় সকলকে রাজু ভাস্কর্যে আসার আহ্বান জানান। তিনি লিখেছেন, রাজু ভাস্কর্য থেকে ৭.৩০ এ মিছিল নিয়ে আমরা বিজয়নগরে মুভ করবো। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।

সারজিস আলম লেখেন, জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের আঘাত করেছে,অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে আমরা বিজয়নগরে যাচ্ছি। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।

নাসিরুদ্দিন পাটোয়ারীর সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ মনোনয়ন প্রত্যা…
  • ০২ জানুয়ারি ২০২৬
নাহিদ ইসলামের হলফনামা নিয়ে বিভ্রান্তির ব্যাখ্যা এনসিপির
  • ০২ জানুয়ারি ২০২৬
উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুবের সম্পদ ১ কোটিরও বেশি
  • ০২ জানুয়ারি ২০২৬
বাকৃবির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
  • ০২ জানুয়ারি ২০২৬
মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি
  • ০২ জানুয়ারি ২০২৬
আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!