আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা নিয়ে কারা ‘মিথ্যা’ ছড়াচ্ছে, জানাল সরকার

বাংলাদেশ সরকারের লোগো
বাংলাদেশ সরকারের লোগো  © সংগৃহীত

জুলাই-আগস্টের ছাত্র-নেতৃত্বাধীন আন্দলনে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকারের। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘কিছু সংবাদমাধ্যম এবং কিছু লোক ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও ভুল তথ্য ছড়াচ্ছে’।

শুক্রবার (২৫ অক্টোবর)  প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে। 

প্রেস উইং বিবৃতিতে বলেছে, ‘আমরা লক্ষ্য করেছি যে কিছু নিউজ আউটলেট এবং কিছু লোক ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টের ছাত্র-নেতৃত্বাধীন বিদ্রোহের সময় নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছে।’

গণজাগরণের সময় নিহত পুলিশ কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। এই তালিকায় দেখা গেছে, ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনে ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

পুলিশ বিভাগ সতর্কতার সঙ্গে অফিসার বা কনস্টেবলদের তালিকা রক্ষণাবেক্ষণ করে যারা কোন প্রতিবাদ বা সহিংসতার ঘটনায় আহত বা নিহত হয়েছেন, বিবৃতিতে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিদ্রোহে আরও পুলিশ নিহত হয়েছে বলে দাবি করলে তাদের প্রমাণ দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence