ফোনালাপ ফাঁস, রাজশাহীতে ছাত্রদলের ৩ নেতাকে অব্যাহতি

২০ অক্টোবর ২০২৪, ১২:১৮ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৫ AM
জাতীয়তাবাদী ছাত্রদল

জাতীয়তাবাদী ছাত্রদল © ফাইল ফটো

শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে রাজশাহীতে তিন ছাত্রদল নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকালে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

মামলা থেকে নাম বাদ দেওয়ার বিষয়ে ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে ফোনালাপের দুটি রেকর্ড ফাঁস হওয়ার পর এমন পদক্ষেপ নেওয়া হলো।   

অব্যাহতি পাওয়া তিন নেতা হলেন রাজশাহীর বাগমারা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহব্বত হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব ও সদস্য হাসিবুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মহব্বত হোসেন ও আহসান হাবিবকে সাংগঠনিক পদ ও হাসিবুল ইসলামকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন অব্যাহতির বিষয়টি অনুমোদন দিয়েছেন।’

আরও পড়ুন: বিচারপতিদের অপসারণের ক্ষমতা থাকছে না সংসদের হাতে

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রলীগের ১০১ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে নগরের মতিহার থানায় মামলা করেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব। মামলায় অজ্ঞাত আরও ২০০ থেকে ২২০ জনকে আসামি করা হয়। গত বৃহস্পতিবার ওই মামলা থেকে নাম বাদ দেওয়ার বিষয়ে এক ছাত্রলীগ কর্মীর সঙ্গে বাদী আহসান হাবিব ও ছাত্রদল নেতা হাসিবুল ইসলামের ফোনালাপের দুটি রেকর্ড ফাঁস হয়। এ ঘটনায় দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে কিছুদিন আগে বাগমারা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহব্বত হোসেন দলবল নিয়ে পোড়াকয়া গ্রামের একটি পুকুর দখল করে মাছ লুট করেন। মাছগুলো মোহনগঞ্জ বাজারে বিক্রির সময় এলাকাবাসীর হাতে ধরা পড়েন মহব্বত হোসেন। বিষয়টি নিয়ে পুকুরের মালিক তার বিরুদ্ধে বাগমারা থানায় অভিযোগ করেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হয় এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি অবহিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে মহব্বত হোসেনকে আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নির্বাচনের আগেই পে-স্কেল? আশা জিইয়ে রাখলেন অর্থ উপদেষ্টা
  • ১০ জানুয়ারি ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটির নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার স…
  • ১০ জানুয়ারি ২০২৬
চার শিক্ষার্থীর সমস্যার সমাধান করল জকসু প্রতিনিধিরা
  • ১০ জানুয়ারি ২০২৬
প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন, বাতিল ১৭ (তালিকাসহ)
  • ১০ জানুয়ারি ২০২৬
সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁস চক্রের ৫ সদস্য রিমান্ডে
  • ১০ জানুয়ারি ২০২৬
নর্দান ইউনিভার্সিটির ৪২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9