পাবনায় দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী ভেলাবাইচ প্রতিযোগিতা শুরু

প্রতিযোগিতায় অংশ নেওয়া ভেলা
প্রতিযোগিতায় অংশ নেওয়া ভেলা  © টিডিসি

গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পাবনার চাটমোহরে দুই দিনব্যাপী ভেলাবাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে ।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার মহেলা গ্রামের কামার বিলে সপ্তমবারের  এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

মহেলা গ্রামবাসীর আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার পারভেজ মধু। 

আলহাজ আবু বক্কার প্রামাণিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক। বিশেষ অতিথি ছিলেন শাহেদুর রহমান শাহেদ ও মজনুর রহমান মাস্টার।

প্রতিযোগিতার উদ্বোধনী দিনে পাঁচটি ভেলা অংশগ্রহণ করে। ভেলাগুলো হলো খতবাড়ি নিউ বাংলার বাঘ, পাবনা এক্সপ্রেস, বাংলার দুলদুল, মহেলা এক্সপ্রেস ও বারকোনা মায়ের দোয়া।

Pabna Inner

ভেলাবাইচ প্রতিযোগিতা উপভোগ করছেন স্থানীয় লোকজন

গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভেলাবাইচ প্রতিযোগিতা দেখতে বিলের চারপাশে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশু দর্শকের উপচে পড়া ভিড় দেখা যায়।

রবিববার (২০ অক্টোবর) প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। 

আয়োজক কমিটির সদস্য ও উদ্বোধক আনোয়ার পারভেজ মধু বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা দিনে দিনে হারিয়ে যাচ্ছে। বিলাঞ্চলের মানুষের মধ্য ভেলাবাইচ প্রতিযোগিতা অন্যতম আকর্ষণ। এ প্রতিযোগিতাকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন। আগামী দিনেও এ আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

আরও পড়ুন: পাবনায় আওয়ামী লীগের হামলায় বিএনপির ২৫ নেতাকর্মী আহত

পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক বলেন, ‘দল-মতনির্বিশেষে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করে থাকি। গ্রামের মানুষ নির্মল আনন্দ উপভোগ করেন। নতুন প্রজন্ম নতুন করে একটি গ্রামীণ খেলার সঙ্গে পরিচিত হতে পারছে। এই প্রতিযোগিতা ঘিরে এলাকায় একটি উৎসবের আমেজ বিরাজ করে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence