মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেয়া হল মিজানুর রহমান আজহারীকে

মিজানুর রহমান আজহারী
মিজানুর রহমান আজহারী  © সংগৃহীত

জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারীকে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের জন্য আটকে দিয়েছে মালয়েশিয়ার পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) বিমানবন্দরে কুয়ালালামপুর বিমানবন্দর পৌঁছলে তাকে প্রবেশে বাধা দেয় ইমিগ্রেশন পুলিশ।

সূত্র জানিয়েছে, মালয়েশিয়ার পুলিশের হেডকোয়ার্টারে তার নামে অভিযোগ থাকায় তাকে কুয়ালালামপুর এয়ারপোর্টের ইমিগ্রেশন তাকে ঢুকতে বাধা দিয়েছে। তার পিএস মো. মুরাদকে ছেড়ে দিলেও মিজানুর রহমান আজহারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখে ইমিগ্রেশন পুলিশ।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, দীর্ঘ পাঁচ বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম। বেশিরভাগ সময় পরিবারের সাথেই কাটিয়েছি। এরই মাঝে বিভিন্ন ঘরানার আলিম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি ক্লোজ মিট-আপ প্রোগ্রাম করেছিলাম। আলহামদুলিল্লাহ, সত্যিই সে-দিনটি বেশ উপভোগ্য ছিল। তবে শর্ট নোটিশে প্রোগ্রামটি আয়োজনের কারণে অনেক প্রিয় ভাই আসতে পারেননি। আবার কিছুটা তাড়াহুড়ো করে দাওয়াত দেয়ার কারণে, বেখেয়ালবশত অনেকে বাদ পড়েছেন। আশাকরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে সবার সাথে সাক্ষাতের প্রত্যাশা রইলো।

আজহারী লেখেন, আজ মালয়েশিয়া চলে যাচ্ছি। মাস খানেক পর আবারও দেশে ফিরবো ইনশাআল্লাহ। তখন আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, প্রটোকল, লোকেশন সিলেকশন, শ্রোতা ধারণ ক্ষমতা, অর্গানাইজিং ক্যাপাসিটিসহ সবকিছু অনুকূল হলে, দেশজুড়ে বিভাগীয় পর্যায়ে হয়ত কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি। তবে, সব কিছুই নির্ভর করবে উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতির ওপর।

দীর্ঘ সাড়ে চার বছর পর সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। তবে, কয়েকদিনের মাথায় আবার দেশ ছেড়ে মালয়েশিয়া চলে যান তিনি।

ডিসক্লেইমার
প্রথমে ‘মালয়েশিয়ার বিমানবন্দরে আটক মিজানুর রহমান আজহারী’ এই শিরোনামে প্রকাশিত হয়েছিল। তবে পরবর্তীতে শিরোনাম সংশোধন হয়েছে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence