আপনি খুনিকে বুকে জড়াই ধরলেন রে ভাই, ড. ইউনূসকে ফরহাদ মজহার

ফরহাদ মজহার
ফরহাদ মজহার  © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আলিঙ্গনের ঘটনায় আক্ষেপ প্রকাশ করেছেন কবি, দার্শনিক ও রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, এটা (জড়িয়ে ধরা) বাংলাদেশের জনগণকে ‘অপমান করা’।

‘আপনি (ইউনূস) তারে (জো বাইডেন) বুকে জড়াই ধরলেন রে ভাই। এক ‘খুনি’কে। সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ‘খুনি’, তাকে আপনি বুকে জড়াই ধরছেন। তাহলে এই যে একটা লোককে মনেপ্রাণে চেয়েছি, সেই লোকটা গিয়ে জড়াই ধরল একটা লোককে, যেই লোকটা ‘খুনি’, যার আপাদমস্তক প্যালেস্টাইনের বাচ্চাদের খুনে রঞ্জিত।’

আরও পড়ুন: রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের ক্ষতির পরিমাণ তুলে ধরলেন প্রধান উপদেষ্টা

গতকাল শুক্রবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে ‘চট্টগ্রাম বন্দরের বাস্তবতা ও সংস্কার’ শীর্ষক এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, তাকে (বাইডেন) আমেরিকাতে বলা হয় ‘জেনোসাইড জো’। আপনারা জানেন এগুলো কেউ? উনি (বাইডেন) গণহত্যাকারী। একটা লোক যার কাছে প্যালেস্টাইনের জনগণের রক্ত লেগে আছে। আপনি যদি ডিপ্লোমেসি করতে যাইতেন, আপনি হাত মিলাইতে পারতেন অসুবিধা নাই, আমরা দুর্বল দেশ।

তিনি বলেন, বাইডেন সাহেব কিন্তু শূন্য, জিরো, ওনার কোনো মূল্য নাই। আসল লোক কমলা হ্যারিস। উনি (বাইডেন) ইলেকশনও করতে পারেন নাই কিন্তু। উনি প্রায় কথাও বলতে পারেন না।

দৈনিক দ্য পিপলস ভিউর নির্বাহী সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় আলোচনায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম বন্দরের সাবেক সদস্য (প্রশাসন) জাফর আলম, চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার তারেক হাসান, ফ্রেইট ফরওয়ার্ডারস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট খায়রুল আলম সুজন, ‘বঞ্চিত ব্যবসায়ী ফোরাম’র আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম।


সর্বশেষ সংবাদ