ছাত্র আন্দোলনে আহতদের প্রয়োজনে বিদেশে চিকিৎসা করাবে সরকার

বাংলাদেশ সরকারের সচিবালয়
বাংলাদেশ সরকারের সচিবালয়  © ফাইল ছবি

জুলাই ও অগাস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যারা গুরুতর আহত, তাদের প্রয়োজনে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করাবে সরকার। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ মো. হেলাল উদ্দিন। এ সময় কারো কৃত্রিম অঙ্গ সংযোজন করার দরকার হলে সরকার সহায়তা দেবে বলেও তিনি জানান।

এর আগে আহতদের চিকিৎসার ব্যাপারে বাংলাদেশ সফররত চীনের মেডিকেল দলের সাথে স্বাস্থ্য উপদেষ্টা বৈঠক করেন। এদলের সদস্যদের পরামর্শ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করার কথা জানান হেলাল উদ্দিন।

আরো পড়ুন: ১৩ বছর পেরিয়ে গেছে, এখনও ক্ষতিপূরণের আশায় ঢাকা কলেজের শিক্ষার্থী শাহরিয়ার

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আন্দোলনের সময় থেকে এ পর্যন্ত ৭০৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ হাজার। অতিরিক্ত সচিব বলেন, হতাহতদের চূড়ান্ত তালিকা করতে আরও সময় লাগবে। সারাদেশ থেকে তালিকা সংগ্রহের কাজ চলছে বলে তিনি জানান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence