বাংলাদেশ ম্যাচে হিন্দু মহাসভার হুমকি নিয়ে যা বললেন ফারুক আহমেদ

  © সংগৃহীত

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা চালানো হয়েছে দাবি করে কানপুরে বাংলাদেশ–ভারত দ্বিতীয় টেস্ট ও গোয়ালিয়রে টি-টোয়েন্টি ম্যাচে ঝামেলা করার হুমকি দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা নামের একটি ভারতীয় ধর্মীয় সংগঠন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদকে বাংলাদেশ দলের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিসিবিতে ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান ফারুক আহমেদ। তিনি বলেছেন, ‘আমার জয় শাহর সঙ্গে কথা হয়েছে। তিনি আমাদের সব ধরনের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন।’

সফরের দ্বিতীয় টেস্ট ও প্রথম টি-টোয়েন্টি নিয়েই অখিল ভারত হিন্দু মহাসভা নামের ধর্মীয় সংগঠনটি হুমকি দিয়েছে। সংগঠনটির দাবি, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা চালানো হয়েছে। সেখানে হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করতেই বাংলাদেশ-ভারতের মধ্যে দুটি ম্যাচ বাতিলের আহ্বান জানিয়েছে তারা। গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বাতিল না করলে পিচ কুপিয়ে নষ্ট করার

বাংলাদেশ দল ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে। দুই ম্যাচের টেস্ট সিরিজসহ তিনটি টি-টোয়েন্টি খেলবেন নাজমুলরা। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে ৬ অক্টোবর, ভেন্যু গোয়ালিয়র। ৯ ও ১২ অক্টোবর দিল্লি ও হায়দরাবাদে হবে সিরিজের শেষ দুটি ম্যাচ।


সর্বশেষ সংবাদ