বরিশালে বাসস্ট্যান্ড অবরোধ করে বিক্ষোভ
- বিএম কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৪:২১ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৪, ০৪:২৩ PM
কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় নিহত, গণগ্রেপ্তারের প্রতিবাদ ও ৯ দফা দাবি আদায়ে বরিশাল নতুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ শনিবার (৩ আগস্ট) সাড়ে ১২টার পর থেকে নতুল্লাবাদ গোল চত্বরে জড়ো হয়ে ঢাকা- বরিশাল প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।
এসময় আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,’জালোর জ্বালো আগুন জ্বালো,’ ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত,’ ‘স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসাথে,’ ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো, এসব স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীদের থেকে কয়েক মিটার দূরে পুলিশ অবস্থান নেয়৷ পরে পুলিশ কর্মকর্তারা শিক্ষার্থীদের কাছে ডেকে কথা বলেন। তারা আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে অবস্থান নিতে বলেন। কোনও বহিরাগত এসে যেন কোনও ধরনের সহিংসতা করতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকতে বলেন।
এছাড়াও আজ বরিশালে নতুল্লাবাদের পাশাপাশি নগরীর হাতেম আলী চৌমাথা এলাকা ও বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।