সাদা পোশাকে মুন্সী আব্দুর রউফের শিক্ষককে তুলে নেওয়ার অভিযোগ

মাহমুদুল হাসান
মাহমুদুল হাসান  © সংগৃহীত

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের শিক্ষক মাহমুদুল হাসানকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৭ জুলাই) সকালে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন  মাহমুদুল হাসানের ছোট ভাই জুবায়ের।

তিনি বলেন, ভাইয়ার দুই বছর বয়সী ছেলে অনেকদিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন। শনিবার সকালে তাকে চিকিৎসার জন্য ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যায় মাহমুদুল। সেখান একটি হাইস মাইক্রোবাসে সাদা পোশাকের কয়েকজন লোক তুলে নিয়ে যায়।

জুবায়ের আরও বলেন, আমার ভাই কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোথাও এ ধরনের কোনো পোস্টও দেননি। তাকে তুলে নিয়ে যাওয়ার কারণ বুঝতে পারছি না।

জানা গেছে, মাহমুদুল হাসান অত্যন্ত মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামীক স্টাডিজ বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। একাডেমিক ভালো ফলাফলের জন্য তিনি ডিনস অ্যাওয়ার্ড পেয়েছিলেন।  


সর্বশেষ সংবাদ