সংঘর্ষে ঢাকাসহ সারাদেশে ৩ সাংবাদিক নিহত, আহত শতাধিক

২১ জুলাই ২০২৪, ০৫:১৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:২৯ AM
নিহত অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস-এর জ্যেষ্ঠ প্রতিবেদন হাসান মেহেদি

নিহত অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস-এর জ্যেষ্ঠ প্রতিবেদন হাসান মেহেদি © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক সংবাদকর্মী। সাংবাদিকরা এভাবে আক্রান্ত হবেন, তা কোনেভাবেই কাম্য নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের ছররা গুলিতে নিহত হন অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস-এর জ্যেষ্ঠ প্রতিবেদন হাসান মেহেদি। একই দিনে ভোরের আওয়াজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি শাকিল হোসেন ঢাকায় এসে সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন।

পরদিন শুক্রবার (১৯ জুলাই) সিলেট নগরীতে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছেন নয়া দিগন্ত পত্রিকার সিলেট প্রতিনিধি এ টি এম তুরাব। তার গায়ে ছিল স্প্লিন্টারের একাধিক জখম রয়েছে।

এদিকে, বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এক বিবৃতিতে জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনকালে সারা দেশে শতাধিক সংবাদিক হামলা ও মারধরের শিকার হয়েছেন।

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘এর চেয়ে বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়’
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বছর শেষে দুঃসংবাদ পেলেন এমবাপে
  • ৩১ ডিসেম্বর ২০২৫