শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির এইচএসসি পাসের বিধান চ্যালেঞ্জ করে রিট

০৭ জুলাই ২০২৪, ০৯:১০ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫১ AM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে এইচএসসি পাস ছাড়া কেউ সভাপতি হতে পারবেন না, এ বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। রোববার (৭ জুলাই) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে এর ওপর শুনানি হতে পারে। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। টাঙ্গাইলের আতিকুর রহমান নামে এক ব্যক্তি রিটটি করেছেন। এ সংক্রান্ত ‘ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় ।

বিধিমালা অনুযায়ী, বেসরকারি মাধ্যমিক স্কুল ও কলেজের কমিটির সভাপতি হতে এইচএসসি পাস হতে হবে। একই ব্যক্তি পরপর দু’বারের বেশি এ পদে থাকতে পারবেন না বলে গত ৯ মে গেজেট জারি করে সরকার।

আরো পড়ুন: কলেজ কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণ করে গেজেট জারি

এতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব ম্যানেজিং কমিটির ওপর ন্যস্ত থাকবে। কমিটির সভাপতি হতে হলে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তা না হলে কেউ নির্বাচিত হতে পারবেন না। কোনো ব্যক্তি পরপর দু’বারের বেশি সভাপতি, শিক্ষক প্রতিনিধি বা অভিভাবক প্রতিনিধিও হতে পারবেন না। তবে বিরতি দিয়ে নির্বাচন করার সুযোগ পাবেন তারা।

সংসদ নির্বাচনে সবচেয়ে কম ও বেশি ভোট পড়েছিল কবে?
  • ২৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশ্লেষণ আমাদের অনুপ্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার আবেদন জামায়াতের
  • ২৯ জানুয়ারি ২০২৬
আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, রাবিতে লাল কার্ড দেখাল ছাত্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ডিআইইউসাসের ‘নীতি সংলাপে’ অতিথি হচ্ছেন প্রেস সচিব শফিকুল আলম
  • ২৯ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ২০
  • ২৯ জানুয়ারি ২০২৬