শিক্ষা কর্মকর্তার কাছে চাঁদা দাবির ভিডিও ভাইরাল

২৯ জুন ২০২৪, ০৯:০৮ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৫ PM
স্বীকারোক্তিমূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে

স্বীকারোক্তিমূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে © সংগৃহীত

শিক্ষা কর্মকর্তার আঞ্জুমান আরা বেগমের কাছে চাঁদা দাবি করেছেন সহকারী শিক্ষক জাকির হোসেন ও আজাহারুল ইসলাম। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা এ ঘটনায় অভিযুক্ত ২ শিক্ষক মুচলেকা দেওয়ায় ঘটনাটি নিয়ে উপজেলা প্রশাসনের ভেতরে-বাইরে আলোচনা হচ্ছে।

শুক্রবার (২৮ জুন) চাঁদা দাবির ঘটনার একটি স্বীকারোক্তিমূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এর আগে বুধবার (২৬ জুন) বিকালে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এক সমঝোতা বৈঠকে এই মুচলেকা দেয় অভিযুক্তরা। এনিয়ে উপজেলা প্রশাসনের ভেতরে বাইরেও মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তার আঞ্জুমান আরা বেগম খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটু ভুল বুঝাবুঝি হয়েছিল। তবে ঘটনাটি সামাধান হয়ে গেছে। তারা এ ঘটনায় দুঃখ প্রকাশ করে মুচলেকা দিয়েছেন।

এর আগে ২৫ জুন উপজেলা রিসোর্স সেন্টারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিজ্ঞান বিষয়ক ৬ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা চলাকালে শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগমের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন সহকারী শিক্ষক জাকির হোসেন ও আজহারুল ইসলাম। এ সময় তারা আঞ্জুমান আরা বেগমকে বলেন, ‘জুন ক্লোজিং চলছে আমাদের দুই লাখ টাকা চাঁদা দিতে হবে।’

এরপর ঘটনাটি জানাজানি হলে ২৬ জুন উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে সহকারী শিক্ষক জাকির হোসেন ও আজহারুল ইসলামসহ আরও অনেকেই সমঝোতা বৈঠকে বসে তারা চাঁদা দাবির সত্যতা স্বীকার করেন। এ সময় তারা উপস্থিত সকলের সামনে মুচলেকা দিয়ে বেরিয়ে যান।

জানতে চাইলে মুচলেকা দেওয়ার সত্যতা স্বীকার করেছেন সহকারী শিক্ষক জাকির হোসেন ও আজহারুল ইসলাম। এ সময় তারা বলেন, ‘ঘটনাটি সমাধান হয়ে গেছে।’

তবে এ ঘটনায় কোন অভিযোগ পাননি বলে জানিয়েছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায়। তিনি বলেন, ‘অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 
আপন দুই ভাই বিএনপি-যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলির প্রশ্ন সমাধান দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৭৫ শতাংশ এমপিওভুক্ত স্কুল-কলেজকে জাতীয়করণ করবে এনসিপি
  • ৩০ জানুয়ারি ২০২৬
টিসিবির পণ্য ট্রাকে নয়, মুদি দোকানে পাওয়া যাবে
  • ৩০ জানুয়ারি ২০২৬