নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্সের সভাপতি সাকলায়েন, সম্পাদক রাইসুল

২৬ মে ২০২৪, ১১:৪০ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্সের সভাপতি সাকলায়েন, সম্পাদক রাইসুল

নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্সের সভাপতি সাকলায়েন, সম্পাদক রাইসুল © টিডিসি রিপোর্ট

বেসরকারি টেলিভিশন এবং রেডিও স্টেশনের সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশের (এনবিএ) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভোটগ্রহণ শেষে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এতে কার্যনির্বাহীর কমিটিতে সভাপতি পদে সাকলায়েন রাসেল ও সাধারণ সম্পাদক পদে রাইসুল হক চৌধুরী নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে চ্যানেল টোয়েন্টি ফোরের মোহাম্মদ ইমতিয়াজ, বৈশাখী টেলিভিশনের মেহের ই খোদা দ্বীপ, এনটিভির নাজনীন আহমেদ এবং নির্বাহী সদস্য পদে চ্যানেল টোয়েন্টি ফোরের শরীফ উল হক, এ টি নিউজের বাবলি ইয়াসমিন, এসএ টিভির রুপা নূর নির্বাচিত হয়েছেন।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক ইনডিপেন্ডেন্ট টিভির মুজাহিদুল ইসলাম শিব্বির, কোষাধ্যক্ষ বাংলা ভিশনের নাদিরা আশরাফ, সাংগঠনিক সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের আশিক তমাল, দপ্তর সম্পাদক চ্যানেল টোয়েন্টি ফোরের মামুন উর রশীদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মাই টিভির হাফিজ খন্দকার, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নিউজ টোয়েন্টিফোরের রঞ্জু ইফতেখার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক নিউজ টোয়েন্টিফোরের মাহমুদুল হাসান জাহিদ, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক চ্যানেল টোয়েন্টি ফোরের আতিকুর রহমান আতিক, আইন সম্পাদক আর টিভির পারভিন মিতু, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সম্পাদক জিটিভির তায়িব অনন্ত নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন মাহবুব হাসান (প্রধান নির্বাচন কমিশনার), হাসান শাহরিয়ার কল্লোল, লতিফুল মতিন মিঠু, সঙ্গীতা খান এবং লাবণ্য হাসান।

 
তিন সম্পাদকসহ জকসুতে যে ৪ পদে জয়ী ছাত্রদল
  • ০৮ জানুয়ারি ২০২৬
একজনের স্থলে অন্য প্রার্থীকে বিজয়ী ঘোষণা, ভুলের জন্য ক্ষমা …
  • ০৮ জানুয়ারি ২০২৬
সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা
  • ০৮ জানুয়ারি ২০২৬
বিকাশ নগদ ও ব্যাংক—কোন মাধ্যমে কত লাখ পেলেন ব্যারিস্টার ফুয়…
  • ০৮ জানুয়ারি ২০২৬
আজ আমি জিতে গেছি, কিন্তু হাদি ভাই নেই: শান্তা আক্তার
  • ০৮ জানুয়ারি ২০২৬
জবির একমাত্র হল সংসদে ১৩ পদের মধ্যে শীর্ষ ৩ পদসহ ১০টিতেই জয়…
  • ০৮ জানুয়ারি ২০২৬