নির্বাচনের আচরণবিধি ভাঙায় শিক্ষকের কারাদণ্ড
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ মে ২০২৪, ১২:০৭ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
গাজীপুরের শ্রীপুরে গোসিংগা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটারদের জোর করে ভোট দেওয়ানোর চেষ্টা এবং প্রকাশ্যে প্রচারের অভিযোগে এক শিক্ষককে তিনদিনের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জের ইউএনও এস এম ইমাম রাজি টুলু। মঙ্গলবার (২১ মে) উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত শিক্ষক কামরুল হাসান খান (৪৪) গোসিংগা গ্রামের বাসিন্দ। তিনি রাজেন্দ্রপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোজাম্মেল হক শেখ বলেন, বারবার ঘোরাফেরা করা এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে কারাদণ্ড দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আরো পড়ুন: মেয়েকে বিদ্যালয়ে ভর্তি করতে গিয়ে জানলেন নিজেই মৃত
শ্রীপুরের ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা বলেন, উপজেলায় ভোটার রয়েছে তিন লাখ ৯৬ হাজার ৮৯৬ জন । ভোটকেন্দ্র ১৪৮টি। আর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান জানান, এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তিনজন, ভাইস চেয়ারম্যান ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।