স্কুলে বিদ্যুৎ না থাকায় ভ্যাপসা গরমে বগুড়ায় ২২ শিক্ষার্থী অসুস্থ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ মে ২০২৪, ০৯:০৬ PM , আপডেট: ১৯ মে ২০২৪, ০৯:১০ PM
বিদ্যুৎ না থাকায় ভ্যাপসা গরম সইতে না পেরে বগুড়ার একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ২২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। রোববার বিকেল সোয়া ৩টার দিকে শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।
পরে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা শেষে অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকদের জিম্মায় দিয়ে দেয়। এ ছাড়া বিদ্যালয় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, রোববার দুপুর ২টা ৬ মিনিটে প্রতিদিনের মতো মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের মধ্যাহ্ন বিরতি দেওয়া হয়। বিকেল ৩টার দিকে তারা বিরতি শেষে শ্রেণিকক্ষে ফেরে। ওই সময় বিদ্যালয় এলাকায় লোডশেডিং চলছিল। এতে অতিরিক্ত গরমে বিদ্যালয়ের তৃতীয় তলার ৩০৪ নম্বর কক্ষে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রোজাইফা অসুস্থ হয়ে পড়ে ও শ্বাসকষ্ট দেখা দেয়।
তার শারীরিক অবস্থার অবনতি দেখে ওই কক্ষের আরও দশজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে পাশের ৩০২ নম্বর ও ৩০৩ নম্বর কক্ষের সপ্তম ও নবম শ্রেণির ১১ শিক্ষার্থী (ছাত্রী) অসুস্থ হয়ে পড়ে। পরে বিদ্যালয়ের শিক্ষকরা অসুস্থদের জলেশ্বরীতলার স্কুল হেলথ ক্লিনিকে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকদের জিম্মায় বাড়িতে পাঠানো হয়।
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল মামুন সরদার বলেন, আজ সকাল থেকে এক রকম ভ্যাপসা গরম ছিল। মধ্যাহ্ন বিরতিতে শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে খেলাধুলা করে শ্রেণিকক্ষে ফিরলে তখন বিদ্যুৎ ছিল না। রোজাইফার আগে থেকে শ্বাসকষ্টের সমস্যা ছিল। অতিরিক্ত গরমে রোজাইফা অসুস্থ হয়ে পড়ে। এখন সবাই সুস্থ আছে। আগামীতে শিক্ষার্থীদের যেন কোনো সমস্যা না হয় সেই বিষয়ে বিশেষ নজর রাখা হবে।