সাত জেলায় বইছে তাপপ্রবাহ, বাড়বে গরম

বাড়বে গরম
বাড়বে গরম  © সংগৃহীত

গত কয়েকদিনে বৃষ্টিপাতের কারণে রাজধানী ঢাকাসহ সারাদেশে যে স্বস্তি ফিরে এসেছিলো তা হয়তো বেশিদিন স্থায়ী হচ্ছে না। আবহাওয়া অফিস যে পূর্বাভাস দিচ্ছে, সে অনুযায়ী আবার আসছে অস্বস্তিকর গরম। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙ্গামাটি ও ফেনীর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার (১৪ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে ১৫ ও ১৬ মে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে ও রাতের তাপমাত্রা কমতে পারে।

দেশের বিভিন্ন জেলায় গরম বাড়তে শুরু করেছে। এরই মধ্যে দেশের সাতটি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো টাঙ্গাইল, যশোর, পাবনা, নীলফামারী, রাঙামাটি, ফেনী ও রাজশাহী। জেলাগুলোতে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। পাশাপাশি দুদিনের মধ্যে তাপমাত্রা আরও বেড়ে তাপপ্রবাহের এলাকা আরও বাড়তে পারে। 

তবে তাপপ্রবাহের মধ্যেই হঠাৎ হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনার কথাও বলছেন আবহাওয়াবিদেরা। তাঁরা বলছেন, আগামী কয়েক দিনে বৃষ্টি কমে গিয়ে গরম বাড়তে পারে। কিন্তু এপ্রিলের মতো এত তীব্র তাপপ্রবাহ ফিরে আসার আশঙ্কা নেই। ১৯ মে বৃষ্টি শুরু হয়ে কয়েক দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে। মাসের বাকি সময় বিভিন্ন স্থানে তাপপ্রবাহ ও বৃষ্টি—দুই ধরনের প্রবণতা দেখা যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী সপ্তাহে আরেক দফা টানা বৃষ্টি শুরু হতে পারে। মূলত ১৯ মে বৃষ্টি শুরু হয়ে তা কয়েক দিন স্থায়ী হতে পারে। তখন তাপমাত্রা কমে কিছুটা স্বস্তি ফিরতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গতকাল দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে, ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত ২০ মিলিমিটার রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে। 

আরও পড়ুন: মেট্রোরেল চলবে শুক্রবারও, কমছে হেডওয়ে সময়

আজ দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগামী দুই দিন সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

সর্বশেষ সংবাদ