মেট্রোরেল চলবে শুক্রবারও, কমছে হেডওয়ে সময়

মেট্রোরেল শুক্রবারও চলবে
মেট্রোরেল শুক্রবারও চলবে  © ফাইল ছবি

রাজধানীতে মেট্রোরেল চালুর পর দ্রুতই জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে সপ্তাহে ছয় দিন চলাচল করছে মেট্রোরেল। প্রতি শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকে। তবে শিগগিরই শুক্রবারও চলাচল শুরু হবে বলে জানা গেছে। এছাড়া হেডওয়ে সময়ও কমানো হচ্ছে।

আগামী জুলাই মাস থেকে শুক্রবার মেট্রোরেল চলাচলের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া সকাল ও সন্ধ্যায় পিক আওয়ারের হেডওয়ে সময় (দুই ট্রেনের চলাচলের অপেক্ষমাণ সময়) কমানো হবে। এটি জুনে কার্যকর হতে পারে। এক্ষেত্রে হেডওয়ে সময় ৫ মিনিট করা হতে পারে। বর্তমানে এ সময় ৮ মিনিট আছে।

জানা গেছে, যাত্রীরা সাপ্তাহিক ছুটির দিনেও মেট্রোরেল চালু রাখার দাবি জানিয়েছিলেন। আগের চেয়ে যাত্রীর সংখ্যাও বেড়েছে। এ কারণে শুক্রবারও এ সুবিধা চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আরো পড়ুন: এসএসসি পাসের পরদিন ট্রেনের ধাক্কায় প্রাণ গেল সিফাতের

মেট্রোরেলের জনবল বাড়াতে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তিও দেওয়া হবে। ডিএমটিসিএল এক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারে। তবে বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ। তিনি বলেন, এমন সিদ্ধান্ত হলে এমডি এম এ এন ছিদ্দিক জানাবেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence