আজ থেকে নিয়মিত শিডিউলে ফিরছে মেট্রোরেল

আজ থেকে রাজধানীতে নিয়মিত শিডিউলে চলবে মেট্রোরেল
আজ থেকে রাজধানীতে নিয়মিত শিডিউলে চলবে মেট্রোরেল  © ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা দুদিন বন্ধ থাকার পর নিয়মিত শিডিউলে ফিরছে মেট্রোরেল। গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। এদিন ও শুক্রবার (১২ এপ্রিল) মেট্রোরেল বন্ধ ছিল। আজ শনিবার (১৩ এপ্রিল) আগের নিয়মে চলবে মেট্রোরেল।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার মেট্রোরেল বন্ধ থাকবে। শুক্রবারও বন্ধ থাকবে। কারণ সপ্তাহের মধ্যে শুক্রবার মেট্রোরেল বন্ধ থাকে।

মেট্রোরেল সংশ্লিষ্টরা বলেছেন, মেট্রোরেল পরিচালনার ক্ষেত্রে কর্মীর অভাব রয়েছে। আর ঈদের দিন যাত্রীও তেমন হবে না। তাই ঈদের দিন মেট্রোরেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন: সরকারি বিশ্ববিদ্যালয়ে বাড়লেও মৌলিক বিজ্ঞানের শিক্ষার্থী কমছে বেসরকারিতে

সময়সূচি অনুযায়ী, সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনে উদ্দেশ্যে ছেড়ে আসে। আর মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে সকাল সাড়ে ৭টায় ছাড়ে। শেষ ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে রাত ৮টায় এবং মতিঝিল থেকে ৮টা ৪০ মিনিটে ছেড়ে যায়।


সর্বশেষ সংবাদ