প্রেমের টানে ফিলিপাইনি তরুণী এখন হবিগঞ্জে

০৭ মার্চ ২০২৪, ০৩:২৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৩ AM

হবিগঞ্জের মাধবপুরে প্রেমের টানে প্রেমিকের বাড়িতে ছুটে এসেছেন ফিলিপাইন তরুণী জুবেলিন। গত ৪ মার্চ ফিলিপাইনি ওই তরুণী প্রেমিক মিশুকে বিয়ে করতে বাংলাদেশে আসেন।

মাধবপুরের ধর্মঘর কামারহাটি গ্রামের স্কুল শিক্ষক লুৎফুর রহমানের ছেলে আশিকুর রহমান মিশু। চাকরির সুবাদে প্রায় ৫ বছর আগে মিশু কাতারে যান। তখন তার পরিচয় হয় ফিলিপাইনি তরুণী জুবেলিনের সঙ্গে। এরপরই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সময়ের সঙ্গে তাদের সম্পর্কও গভীর হতে থাকে।

স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার (৫ মার্চ) হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে বিয়ে করেন ফিলিপাইন এই তরুণী ও মাধবপুরের আশিকুর রহমান মিশু।

জুবেলিন বলেন, বাংলাদেশকে আমি খুব ভালোবাসি। এখানকার পরিবেশ, মানুষের আন্তরিকতা এবং সবার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমি চিরদিন তাদের সঙ্গে থাকতে চাই।

মিশুর বাবা লুৎফুর রহমান বলেন, জুবেলিন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার নাম এখন জান্নাত রহমান রাখা হয়েছে। বিদেশি নতুন বউকে দেখতে এলাকাবাসীসহ অনেকেই বাড়িতে ভিড় করছে।

মিশুর চাচা আমিনুল ইসলাম সুমন বলেন, অন্য সব বিয়ের চেয়ে এটি ছিল আলাদা একটি বিয়ে। বিদেশি নতুন বউ দেখতে অনেকেই বাড়িতে এসেছে, মানুষের ভিড় লেগেই আছে। বিদেশি হলেও বউ খুব শান্ত প্রকৃতির। আমরা জান্নাতকে সম্পূর্ণ মর্যাদা দিয়েই ঘরে তুলেছি। বউ সবার সঙ্গে মিলে মিশে সুন্দরভাবে সংসার করবে বলে আমি আশা করছি।

ট্যাগ: প্রেম
৫৫ জনের নামসহ অজ্ঞাত ৬০০ জনের নামে মামলা
  • ০২ জানুয়ারি ২০২৬
মনোনয়নপত্রে স্বাক্ষর জালের অভিযোগ গোবিন্দ চন্দ্র প্রামাণিকে…
  • ০২ জানুয়ারি ২০২৬
হলফনামা জমা কেবলই কি আনুষ্ঠানিকতা, নাকি এতে সম্পদ ও আয়-ব্যয়…
  • ০২ জানুয়ারি ২০২৬
ভার‍ত-অস্ট্রেলিয়াসহ ৭ সিরিজের সূচি ঘোষণা বিসিবির 
  • ০২ জানুয়ারি ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৬ জান…
  • ০২ জানুয়ারি ২০২৬
মুফতি আমির হামজার পেশা ‘ব্যবসা ও কৃষি’, বার্ষিক আয় ৯ লাখ ট…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!