সাবমেরিন ক্যাবলের কাজ স্থগিত, স্বাভাবিক থাকছে ইন্টারনেট সেবা

সাবমেরিন ক্যাবলের কাজ স্থগিত, স্বাভাবিক থাকছে ইন্টারনেট সেবা
সাবমেরিন ক্যাবলের কাজ স্থগিত, স্বাভাবিক থাকছে ইন্টারনেট সেবা  © সংগৃহীত

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র (বিএসসিপিএলসি) আওতাধীন কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE 4) সিস্টেমের রক্ষণাবেক্ষণ কাজ করার কথা ছিল আজ।

সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কারিগরি ত্রুটি নিরসনের জন্য আজ শনিবার (২ মার্চ) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১২ ঘণ্টা ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে এমন ঘোষণা ছিল। এতে করে দেশ জুড়ে ইন্টারনেটের গতি ধীর হওয়ার আশঙ্কা ছিল। তবে সেই ঘোষণা থেকে থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, একই সময়ে অন্যান্য কনসোর্টিয়ামের সাবমেরিন ক্যাবল সিস্টেমে কারিগরি ত্রুটি পরিলক্ষিত হওয়ায় SEA-ME-WE-4 এর বর্ণিত রক্ষণাবেক্ষণ কাজটি কনসোর্টিয়াম কর্তৃক স্থগিত করা হয়েছে। ফলে SEA-ME-WE 4-এর মাধ্যমে বিএসসিপিএলসি-এর সকল সার্কিট যথারীতি চালু থাকবে।
 
রক্ষণাবেক্ষণ কাজটির সময়সূচি কনসোর্টিয়াম কর্তৃক পুনঃনির্ধারণ করা হলে বিষয়টি পরবর্তীতে জানানো হবে বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ