১২ দলীয় জোটের ‘ভারত বর্জন’ মিছিলে পুলিশের বাধা

  © সংগৃহীত

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ১২ দলীয় জোটের ‘ভারত বর্জন’ মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শনিবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিলের পূর্ব প্রস্তুতি জন্য সংক্ষিপ্ত সমাবেশে করতে নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় আই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ব্যানার কেড়ে নেয়। জোটের নেতাকর্মীরা ‘বয়কট ইন্ডিয়া’ লেখা ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল করতে চেয়েছিল। এ সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নেতারা। এরপর নেতাকর্মীরা সেখান থেকে চলে এসে ঝটিকা মিছিল করে।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন এ দেশের রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেন। তিনি জনগণকে ভারতীয় পণ্য বয়কট করার আহ্বান জানান।

এ সময় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, বয়কট ইন্ডিয়া আন্দোলন চলছে ও চলবে। দেশে দিল্লির ‘তাবেদার সরকার’ মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, মহাসচিব আহসান হাবীব (লিংকন), জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল করিম, বাংলাদেশ কল্যাণ পার্টির (একাংশ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ