হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ © সংগৃহীত
ফরিদপুর সদরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ। তিনি বলেছেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হয়ে গেলেও যেন তাকে জানানো হয়।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সদরের উত্তর বিল মামুদপুর উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করে এসব কথা বলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ. কে. আজাদ।
এ. কে. আজাদ বলেন, জেলায় অর্থাভাবে কোনো শিক্ষার্থীর পড়ালেখা যেন বন্ধ না হয়, সে ব্যাপারে শিক্ষক-অভিভাবকরা খেয়াল রাখবেন। প্রয়োজনে আমাকে জানাবেন, আমি তার খরচ দেব।
পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের এ বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ও পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এ. কে. আজাদ। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানায় হা-মীম আইডিয়াল চাইল্ড স্কুল এবং উত্তর বিল মামুদপুর বায়তুল মামুর জামে মসজিদ কর্তৃপক্ষ।
উত্তর বিল মামুদপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে ও উত্তর বিল মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি রফিকুল ইসলাম সবুজের তত্ত্বাবধানে অনুষ্ঠানে শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল।
উপস্থিত ছিলেন সাবেক সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, জেলা আওয়ামী লীগের সদস্য আবুল বাতিন, উত্তর বিল মামুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ওহিদুর রহমান, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান প্রমুখ।