ব্যারিস্টার সুমনের লড়াইয়ে পাশে থাকার আহ্বান পলকের

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৪৫ AM
অনুষ্ঠানে  বক্তব্য রাখছেন জুনাইদ আহমেদ পলক

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জুনাইদ আহমেদ পলক © সংগৃহীত

সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের শুরু করা লড়াইয়ে সবাইকে পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার (৩ ফেব্রুয়ারি) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ডিসিপি স্কুল মাঠে ‘তারুণ্যের সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ব্যারিস্টার সুমন তার নির্বাচনী এলাকার তরুণ প্রজন্মকে উদ্যোগী করে তোলার উদ্দেশে এ অনুষ্ঠানের আয়োজন করেছেন।

সভায় প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের মেধাবী তরুণদের গড়ে তোলা প্রয়োজন। এক্ষেত্রে তরুণ-তরুণীদের চাকরির পেছনে না ঘুরে নিজেকে স্বাবলম্বী করে তুলতে হবে। ব্যারিস্টার সুমনকে আপনারা পাঁচ বছর কাজ করার সুযোগ দিয়েছেন। তিনি যে যুদ্ধ শুরু করেছেন সেই যুদ্ধে সবাই তার পাশে থাকুন।

আরও পড়ুন: ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন ব্যারিস্টার সুমন

পরে হবিগঞ্জে পাওয়ার প্রকল্পের ২৬৫ প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করেছেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফসহ প্রশাসনের কর্মকর্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের’ প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, গায়ক তাসরিফ খান, ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির, তৌহিদ আফ্রিদি, জনপ্রিয় ভিডিও ব্লগার সোলায়মান সুখন এবং সাংবাদিক ফারাবি হাফিজ।

অনুষ্ঠানের আয়োজক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি বলেন, ‘আমি নিজে পানিতে নেমে নদীর ময়লা পরিষ্কার করেছি, প্রয়োজনে আরও বেশি ময়লায় ঝাঁপ দেব। তারপরও আমি আমার নির্বাচনী এলাকার মানুষকে পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিতে চাই।

মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না …
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা বিদ্যুৎ চন্দ্র
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি
  • ৩০ জানুয়ারি ২০২৬