বিশ্ব ইজতেমা শুরু, তুরাগতীরে লাখো মুসল্লির ঢল 

০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৪ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
বিশ্ব ইজতেমা শুরু, তুরাগতীরে লাখো মুসল্লির ঢল 

বিশ্ব ইজতেমা শুরু, তুরাগতীরে লাখো মুসল্লির ঢল  © স

টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার ফজর নামাজের পর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলার আমবয়ানের মধ্য দিয়ে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব  শুরু হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান। 

শুক্রবার আনুষ্ঠানিক বয়ান শুরু হলেও গতকাল অনানুষ্ঠানিকভাবে আম বয়ানের করেন বিশ্ব ইজতেমার অন্যতম শীর্ষ মুরুব্বি ভারতের দিল্লির হজরত মাওলানা আহমেদ লাট। তাঁর উর্দু ভাষার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের হজরত মাওলানা মো. ওমর ফারুক। বাদ জোহর বাংলাদেশের মাওলানা রবিউল ইসলাম এবং বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা বয়ান করেন। 

আজ শুক্রবার মাওলানা আহমদ বাটলা সাহেবের বয়ানের পর সকাল ১০টায় তালিম করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেব। তার তালিমের পরপরই দেশের বৃহত্তম জুমার নামাজের প্রস্তুতি শুরু করা হবে। শুক্রবার জুমার নামাজ পড়াবেন মাওলানা জুবায়ের সাহেব। জুমার নামাজের পর বয়ান করবেন জর্ডানের মাওলানা খতিব সাহেব, আছরের নামাজের পর বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের সাহেব ও মাগরিবের পর ভারতের মাওলানা আহমদ লাট সাহেব বয়ান করবেন। আগামী রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

এদিকে ইজতেমা ঘিরে লাখো ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগোমে মুখরিত হয়েছে তুরাগতীর। কর্তৃপক্ষ জানিয়েছে ময়দানে জেলাওয়ারি মুসল্লিদের অবস্থান, রান্নাবান্না করার স্থান, টয়লেট, অজুখানা, গোসলখানা সবই সুনির্দিষ্ট করা হয়েছে। এরই মধ্যে মুসল্লিরা প্যান্ডেলের ভেতর খিত্তা (জেলা অনুযায়ী পোঁতা বাঁশের খুঁটি) অনুযায়ী অবস্থান নিয়েছেন।

জানা গেছে, গতকাল সন্ধ্যা পর্যন্ত ৩৭টি দেশের এক হাজার ৩৭৫ জন বিদেশি মেহমান ময়দানে এসে পৌঁছেছেন। নির্ধারিত তাঁবুতে তাঁরা অবস্থান নিয়েছেন বলে জানিয়েছে গাজীপুর মহানগরের।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলম বলেন, বিশ্ব ইজতেমা ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইজতেমায় গাজীপুর মেট্টোপলিটন পুলিশের ছয় হাজার সদস্যের পাশাপাশি র‌্যাব, ঢাকা মেট্টোপলিটন পুলিশ এবং পোশাকে ও সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। 

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ৯ ফেব্রুয়ারি এবং আখেরি মোনাজাত হবে ১১ ফেব্রুয়ারি।

চাঁদা দাবি ও শ্রমিককে কুপিয়ে জখম, আনোয়ারায় ‘ট্যাটু সোহেল’ গ…
  • ১৩ জানুয়ারি ২০২৬
সহশিক্ষা কার্যক্রম গড়ে তোলে ‘পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় জীবন’
  • ১৩ জানুয়ারি ২০২৬
বিএনপি নেতার ‍মৃত্যুর ঘটনায় সেনা সদস্যদের প্রত্যাহার, উচ্চ …
  • ১৩ জানুয়ারি ২০২৬
ভোলায় ভুল গ্রুপের রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজ…
  • ১৩ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই চাকরি ব্র্যাক ইউনিভার্সিটিতে, আবেদন শেষ ২৫ জান…
  • ১৩ জানুয়ারি ২০২৬
সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন মহার্ঘ ভাতা, কাদের কত শতাংশ?
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9