শুরুতেই নতুন বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট কোর্স চালু নয়: শিক্ষামন্ত্রী

১৫ জানুয়ারি ২০২৪, ১১:৫৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী © টিডিসি ফটো

নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে শুরুতেই আন্ডারগ্র্যাজুয়েট কোর্স কেন চালু করা হচ্ছে প্রশ্ন রেখে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন এসব বিশ্ববিদ্যালয় যে জেলায় সেখানে সরকারি কলেজের আন্ডারগ্র্যাজুয়েট কোর্সগুলো মনিটরিং করুক। শুরুটা  নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য তো একটা চ্যালেঞ্জিং টাইম। তাই বিশ্ববিদ্যালয়গুলো আন্ডারগ্র্যাজুয়েট কোর্সগুলো মনিটরিং করে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স আলাদা করে করবে। 

সোমবার (১৫ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘২০১৪ সালে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন সমস্ত কলেজ বা শতবর্ষী কলেজগুলোকে রেসপেক্টিভ বিশ্ববিদ্যালয়ের অধীন করে অ্যাকাডেমিক মনিটরিং নিশ্চিত করতে।’ তাই এই বিষয়ে পদক্ষেপ নিতে তিনি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের পরামর্শ দেন। 

মন্ত্রী আরও বলেন, ওপেন ইউনিভার্সিটি সারাদেশের নল ফরমাল এডুকেশনের অ্যাকাডেমিক মনিটরিংয়ের কাজটা করছে। তাহলে কেনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কলেজের অ্যাকাডেমিক মনিটরিংয়ের কাজ করতে পারবে না। এক সময় তো করত। পূর্বে যদি করার ক্যাপাসিটি থেকে থাকে তাহলে এখন তো সিস্টেম আরও বাড়ার কথা। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই  উদ্যোগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজকে অন্তর্ভুক্ত করেছেন উল্লেখ করে তিনি বলেন, সেখানেও হয়ত চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটা তো আমরা অতিক্রম করছি। ৭ কলেজের মান ইম্প্রুভ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ড মনিটরিংয়ে কাজ করতে পারে অন্য বিশ্ববিদ্যালয়গুলো কেনো করতে পারবে না।
এসব ক্ষেত্রে আইন সংশোধন করতে হলে মন্ত্রণালয় তা করবে বলে তিনি ইঙ্গিত দেন। 

এনসিপি নেতাদের কার কত সম্পত্তি
  • ০১ জানুয়ারি ২০২৬
১৯ বিশ্ববিদ্যালয় ভর্তিতে মোট আবেদন পৌনে তিন লাখ, কোন ইউনিটে…
  • ০১ জানুয়ারি ২০২৬
বছরের প্রথম দিনেই সুখবর দিলেন অভিনেত্রী নাদিয়া
  • ০১ জানুয়ারি ২০২৬
শান্ত–ফারহানের জুটির পর ধস, মাঝারি পুঁজিতে থামল রাজশাহী
  • ০১ জানুয়ারি ২০২৬
পেশায় ব্যবসায়ী জামায়াত সেক্রেটারির মোট সম্পদ কত?
  • ০১ জানুয়ারি ২০২৬
তামিম ইকবাল প্রিয়, অনুসরণ করি; রাজশাহী চ্যাম্পিয়ন হোক: সা…
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!