জরুরি সংবাদ সম্মেলনের ডাক বিএনপির
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ১১:০৬ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে এ সংবাদ সম্মেলন করা হবে। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতারা তাদের মতামত জানাবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। এতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আব্দুল মঈন খান বক্তব্য রাখবেন। এছাড়াও স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।
আরো পড়ুন: ফের ক্ষমতায় যাচ্ছে আওয়ামী লীগ, বিরোধী দল হবে কারা?
রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপিসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দল।
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করা দলটির দাবি আদায় না হলেও নির্বাচন হয়েছে। এ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য জানাতে এ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।