ফিল্ড অফিসার নিয়োগ দেবে সাজিদা ফাউন্ডেশন, আবেদন শেষ ২০ ডিসেম্বর
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ PM
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাজিদা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি ফিল্ড অফিসার, সিনিয়র ফিল্ড অফিসার ও জুনিয়র ফিল্ড অফিসার পদে কর্মী নিয়োগে ১০ ডিসেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: সাজিদা ফাউন্ডেশন;
১. পদের নাম: ফিল্ড অফিসার;
বিভাগ: সূচনা;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
বেতন: প্রবেশনকালীন (১ বছর) ২২,৫০০ টাকা (ডিগ্রি পাস প্রার্থীদের), ২৫,০০০ টাকা (স্নাতক বা সম্মান পাস প্রার্থীদের)। প্রবেশনকাল শেষে ডিগ্রি পাস প্রার্থীদের ২৭,০০০ টাকা এবং সম্মান পাস প্রার্থীদের ৩০,০০০ টাকা;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে হতে হবে;
আরও পড়ুন: সিনিয়র অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, কর্মস্থল ঢাকা
২. পদের নাম: সিনিয়র ফিল্ড অফিসার;
বিভাগ: বিবর্তন;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
বেতন: প্রবেশনকালীন (১ বছর) ২৮,০০০ টাকা । প্রবেশনকাল শেষে ৩৩,৬০০ টাকা;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে হতে হবে;
৩. পদের নাম: জুনিয়র ফিল্ড অফিসার;
বিভাগ: অর্থ ও হিসাব;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
বেতন: প্রবেশনকালীন (৬ মাস) ১৮,০০০ টাকা;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;
কাজের ধরন: পূর্ণকালীন;
আরও পড়ুন: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে যমুনা গ্রুপ, কর্মস্থল ঢাকা
অন্যান্য সুযোগ-সুবিধা (সব পদের ক্ষেত্রে)—
*উৎসব ভাতা;
*মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি;
*বার্ষিক বেতন বৃদ্ধি;
*গ্র্যাচুইটি;
*প্রদায়ক ভবিষ্যনিধি;
*স্বাস্থ্য ও জীবনবিমা সুবিধা;
*ইনসেন্টিভ/পারফরমেন্স বোনাস (প্রযোজ্য ক্ষেত্রে);
*মোবাইল ও ইন্টারনেট ভাতা;
*যাতায়ত ভাতা ও অন্যান্য;
আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, পদ ৩৫, আবেদনে নেই বয়সসীমা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: সংস্থার মাঠ কার্যালয়ে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা মোতাবেক দরকারি সব তথ্য সংযোজনের মাধ্যমে লিখিত জীবনবৃত্তান্ত সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
মানবসম্পদ বিভাগ (প্রধান), প্রধান কার্যালয় (সাজিদা ফাউন্ডেশন), অটবি সেন্টার, লেভেল ১, প্লট ১২, ব্লক সিডব্লিউএস (সি), গুলশান সাউথ অ্যাভিনিউ, গুলশান ১, ঢাকা ১২১২ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগমী ২০ ডিসেম্বর ২০২৫;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: দৈনিক প্রথম আলো, ১০ ডিসেম্বর ২০২৫, পৃষ্ঠা ৬