কুমিল্লায় বিদ্যালয়ের মাঠ দখল করে নৌকার নির্বাচনী অফিস

  © সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ দখল করে খোলা হয়েছে নৌকার নির্বাচনী অফিস। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এর নির্বাচনী প্রচারণায় এই অফিস করা হয়।

জানা যায়, ধামতী ইউনিয়নের ১৩৩ নং পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ দখল করে অফিস নির্মাণ করেন নৌকার সমর্থক ও বিদ্যালয় সভাপতি রেজাউল করিম রাজিব। অফিসটি উদ্বোধন করেন রাজী মোহাম্মদ ফখরুল সমর্থক ধামতী ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মিঠু। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে নৌকার অফিস নির্মাণে ব্যাপক সমালোচনার তৈরী হয় স্থানীয় মানুষের মাঝে। মাঠ জুড়ে নির্বাচনী অফিস উদ্বোধন করায় শিশু শিক্ষার্থীদের নতুন বই উৎসবসহ পাঠ্যক্রমে বাঁধার আশঙ্কা করছেন স্থানীয়রা। 

এ বিষয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা নিগার সুলতানা সাংবাদিকদের জানান, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিতে ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছি৷’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!