ইরানের কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদনের সুযোগ

১১ ডিসেম্বর ২০২৩, ১২:৩৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
ইরানের কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদনের সুযোগ

ইরানের কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদনের সুযোগ © সংগৃহীত

ইরানের শিক্ষা মন্ত্রণালয় পবিত্র কোরআন তিলাওয়াতের আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করছে। প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে আয়োজকেরা। দেশটি অষ্টমবারের মতো এ আয়োজন করতে যাচ্ছে। ছেলে ও মেয়ে উভয়ই প্রতিযোগিতায় অংশ নিতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৬ ডিসেম্বর। 

ইরানের আমন্ত্রণপত্র ও আবেদনের নিয়মকানুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ১ ডিসেম্বর থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। 

এরপর ১৮ থেকে ২১ ডিসেম্বর প্রাথমিকভাবে আবেদন যাচাই-বাছাই করা হবে। জানুয়ারিতে অনলাইনে প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। সেখানে নির্বাচিত শিক্ষার্থীরা ফেব্রুয়ারিতে চূড়ান্ত পর্বে অংশ নেবেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তেহরানে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। 

আরও পড়ুন: মেরিন ফিশারিজ একাডেমিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, ফি ৬৫০ টাকা

এদিকে আবেদনকারী যে বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিতে চান, তাঁকে সেই বিষয়ে যোগ্য হতে হবে। নিজ দেশের অথবা আনুষ্ঠানিক কোনো প্রতিযোগিতায় বিজয়ী অথবা ভালো ফল করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। 

আবেদনের নিয়ম ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭
  • ০৪ জানুয়ারি ২০২৬
গণভোট বিষয়ে জনগণকে উৎসাহিত করা প্রত্যেকটি দলের দায়িত্ব: জুন…
  • ০৪ জানুয়ারি ২০২৬
সুন্দরবনে ভ্রমণে এসে অপহৃত তিন পর্যটককে ছাড়তে মুক্তিপণ দাবি
  • ০৪ জানুয়ারি ২০২৬
সালতামামি ২০২৫: চুয়েটে আন্দোলন ও শাসনের প্রশ্নে এক বছর
  • ০৪ জানুয়ারি ২০২৬
যশোরের ছয়টি আসনে বিএনপি-জামায়াতসহ ১৮ প্রার্থীর মনোনয়ন বাতিল…
  • ০৪ জানুয়ারি ২০২৬
প্রিমিয়ার লিগ জেতার দৌড়ে পয়েন্ট তালিকায় শীর্ষ দুইয়ে অ্…
  • ০৪ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!