রাজনীতিতে আমি ক্লাস ওয়ানের ছাত্র: সাকিব

ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান
ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান  © সংগৃহীত

বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান মাগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতির নাম উল্লেখ করে বলেছেন, ‘তারা আমাদের অভিভাবক। তারা আমাকে শেখাবেন। আমি হলাম এখানে ক্লাস ওয়ানের একজন ছাত্র। তারা এখানে পিএইচডি করে ফেলেছেন। তাদের নির্দেশনায় এগিয়ে যাবো। 

রাজনীতিতে প্রবেশের পর বুধবার (২৯ নভেম্বর) প্রথমবার মাগুরা এসে জেলার জামরুল তলায় অবস্থিত আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

সাকিব তার বক্তব্যে বলেন, ‘অনেকবার মাগুরা এসেছি, সংবর্ধনা নিয়েছি। কিন্তু এবারের সফর অন্য রকম। মানুষের কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার সফর। আপনারা সবাই জানেন সাইফুজ্জামান শিখর ভাই মাগুড়া-১ আসনে কত ভালো কাজ করেছেন। তার এখানে যদিও আমি নমিনেশন পেয়ে থাকি আসলে এটা তারই আসন। আমরা দুই জনে এক সঙ্গে কাজ করবো। তিনি মাগুরাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন। আশা করবো আমরা দুজনে সামনের পাঁচ বছর মাগুরাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো।’

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সড়কপথে গাড়িবহর নিয়ে গড়াই সেতুতে পৌঁছান তিনি। তাকে অভ্যর্থনা জানাতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গড়াই সেতু এলাকায় ভিড় করেন হাজারো সমর্থক। সেখানে মোটরসাইকেলের বহর নিয়ে সাকিবকে অভ্যর্থনা জানানো হয়। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence