তিনশ’ আসনে নৌকার প্রার্থী ঘোষণার সময় জানালেন ওবায়দুল কাদের

২৪ নভেম্বর ২০২৩, ০৬:৫৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:০৮ PM
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের © সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে কারা আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন তা আগামী রবিবার (২৬ নভেম্বর) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, এ পর্যন্ত চারটি বিভাগ চূড়ান্ত করা হয়েছে। রবিবার তিনশ’ আসনের প্রার্থিতা ঘোষণা করা হবে। 

তিনি বলেন, নতুন মুখও এসেছে, কিছু বাদও পড়েছে। বিজয়ী হতে পারে এমন প্রার্থীদের বাদ দেয়নি আওয়ামী লীগ। মনোনয়নে ভুলত্রুটিও থাকতে পারে। একসঙ্গে তিনশ’ আসনে প্রার্থী ঘোষণা করা হবে। যাদের বাদ দেওয়া হয়েছে (মনোনয়ন পাননি) তারা বিজয়ী হতে পারবেন না। অনেকে জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। নতুন করে তাদেরকে প্রার্থী করা হয়নি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আসবে না এটি উড়িয়ে দেওয়া যায় না। তারা জোটগতভাবে না হলেও দলের ভেতর থেকে অনেকে অংশ নিতে পারে। 

ক্রিকেটার সাকিব আল-হাসানের বিষয়ে তিনি বলেন, সাকিব আল হাসান এখন থেকে রাজনীতি করবেন। এমনটি দলকে বলা হয়েছে।

তিনি আরও বলেন, রাজনীতিতে ব্যর্থ হয়ে বিএনপি এখন অর্থনীতিকে ধ্বংস করার পথ বেঁচে নিয়েছে। তবে জনগণ নির্বাচনমুখী হয়েছে এটি সরকারের সাফল্য। এসব করে নির্বাচন ভণ্ডুল করা যাবে না।

নববর্ষের রাতে সুইজারল্যান্ডের বার বিস্ফোরণে নিহত ৪০
  • ০১ জানুয়ারি ২০২৬
তাসনিম জারার দেশ ও বিদেশের বার্ষিক আয় কত?
  • ০১ জানুয়ারি ২০২৬
রায়েরবাজারে বেওয়ারিশ হিসেবে সমাহিত আট জুলাই যোদ্ধার পরিচয় শ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নতুন আরেকটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন
  • ০১ জানুয়ারি ২০২৬
এক বছরের আয়ের উৎস জানালেন হান্নান মাসউদ
  • ০১ জানুয়ারি ২০২৬
কঠিন সময়ে বিশ্বাস রাখায় লিটনকে ধন্যবাদ শামীমের
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!