জাতীয় পুরস্কার পেলেন সিসিমপুরের ‘টুকটুকি’ সায়মা করিম

২৩ নভেম্বর ২০২৩, ০৫:০৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:০৮ PM
টুকটুকি পাপেট পরিচালক সায়মা করিম

টুকটুকি পাপেট পরিচালক সায়মা করিম © টিডিসি ফটো

সিসিমপুরের জনপ্রিয় চরিত্র টুকটুকি। টুকটুকি হিসেবে পারফর্ম করেন এবং পাপেটটি পরিচালনা করেন সায়মা করিম। সম্প্রতি তিনি পুরস্কৃত হয়েছেন জাতীয় পর্যায় থেকে। বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি অব পাপেট অ্যান্ড মাপেট পুরস্কৃত করল সায়মা করিমকে।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে সায়মা বলেন, দেখুন টুকটুকির সঙ্গে আমার একটা আত্মার যোগ আছে। এই চরিত্রটিতে আমি অভিনয় করি এবং আমি এই পাপেটটি পরিচালনা করি। এক দশকের বেশি সময় ধরে আমি এটা করছি। তাই নিজের আত্মার চরিত্রটিতে পারফর্ম করার জন্য কেউ যখন পুরস্কৃত করে, তখন সেটা বাড়তি পাওয়া হয়। নিজেকে আরও গর্বিত মনে হয়। আরেকটা বিষয় হচ্ছে, যে কোনো ধরনের সম্মানই উৎসাহ জোগায়, জাতীয় পর্যায়ের সম্মাননা তো আরও বেশি সম্মানের, আরও বেশি অনুপ্রেরণার।

সায়মা আরও বলেন, সিসিমপুরের টুকটুকিকে নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম আমি অত্যন্ত শক্তিশালী জায়গাতে একটি পাপেটকে নিতে পেরেছি। এই পাপেটগুলো শিশু-কিশোরদের বিভিন্ন শিক্ষামূলক তথ্য দেওয়ার পাশাপাশি সোশ্যালাইজেশনও শিখিয়েছে। শিশু-কিশোরের বন্ধু হয়ে কাজ করেছে এই চরিত্রগুলো ও টুকটুকি।

‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয়: মাহাদি আ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কর্মসূ…
  • ২৭ জানুয়ারি ২০২৬