চলমান ফ্লাইটে যাত্রীর মৃত্যু: অবতরণ না করে, নয় ঘন্টা ধরে উড়েছে বিমান

১৪ নভেম্বর ২০২৩, ১০:৪৩ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ PM
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লোগো

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লোগো © সংগৃহীত

সোমবার সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইট ছেড়ে যাওয়ার আড়াই ঘণ্টার মধ্যে বিমানের একজন যাত্রী অসুস্থ হয়ে মারা যান। কিন্তু এরপরও বিমানটি জরুরী অবতরণ করেনি এবং আরও নয় ঘন্টা যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেছে।

পাইলট-ইন-কমান্ড ক্যাপ্টেন ফজল মাহমুদ বলেন, "যাত্রীকে মৃত বলে ধরে নেওয়ার পর, বিমান কর্মকর্তারা তার মরদেহটি আসন থেকে নামিয়ে একটি খালি সারিতে শুইয়ে দেয়।" ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ১১ ঘণ্টা ৩৭ মিনিট পর বিমানটি হিথ্রো পৌঁছায়।

অথচ প্রোটোকল অনুসারে, যে মুহূর্তে একজন যাত্রীর মেডিকেল জরুরী অবস্থা হয়, বিমানটিকে একটি মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করে এসওএস পাঠাতে হবে এবং সম্ভাব্য নিকটতম বিমানবন্দরে অবতরণের জন্য প্রস্তুত হতে হবে।

বিমানের সূত্র অনুসারে, সমস্ত বিমানবন্দরগুলো জরুরী চিকিৎসা দেয়ার জন্য প্রস্তুত সেইসাথে, নিকটতম হাসপাতালগুলিকে সতর্ক করা থাকে। সেইসাথে অ্যাম্বুলেন্স এবং প্যারামেডিকদের স্ট্যান্ডবাই রাখা হয়।

পাইলট কাছের বিমানবন্দরে কেন অবতরণ করেননি জানতে চাইলে পাইলট বলেন, "আমার উদ্দেশ্য ছিল তাকে বাঁচানো, জানাজা করা নয়। তিনি আগেই মারা গিয়েছেন"

তাকে মৃত ঘোষণা করার জন্য বোর্ডে কোনও ডাক্তার ছিল না, পাইলট বলেন। এক্ষেত্রে তিনি ফ্লাইট কর্মকর্তা বা ফ্লাইট পার্সারের তথ্যের ওপরেই নির্ভর করেছেন।

ফ্লাইট পার্সার কোন প্রশিক্ষিত মেডিকেল পেশাদার নয়। তাকে শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। ঘটনাটি বিমান এখনো তদন্ত করেনি।

বরিশালে নিরাপদ সড়ক, তথ্য অধিকার ও বর্জ ব্যবস্থাপনা বিষয়ক শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
মিরসরাই- ১ আসনের নির্বাচনী মাঠে লড়াই জমেছে ধানের শীষ ও দাঁড়…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হত্যাকাণ্ডের মাধ্যমে ১১ দলের জোয়ার বন্ধ করা যাবে না: নাহিদ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হাসপাতালের সামনে ইজিবাইকে রেখে পানি কিনতে যান মা, শিশুকে নি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘ইট দিয়ে থেতলানো হয় মাথা’, যেভাবে খুন করা হয় জামায়াত নেতাকে
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘জুলায়ের পরও রাজনীতি করতে গিয়ে খুন হতে হবে, তা কল্পনাও করতে…
  • ২৯ জানুয়ারি ২০২৬