শিক্ষার্থীসহ ১০ গ্রামের মানুষের ভরসা বাঁশের সাঁকো

শিক্ষার্থীসহ ১০ গ্রামের মানুষের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো
শিক্ষার্থীসহ ১০ গ্রামের মানুষের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো  © টিডিসি ফটো

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৬ নং পূর্বধলা ইউনিয়ন ও ৯ নং খলিসাপুর ইউনিয়নের সিন্ধুর আটিয়া-শিমুলকান্দী গ্রামের মগড়া নদীর উপর সেতু না থাকায় দুই ইউনিয়নের ১০ টি গ্রামের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলের একমাত্র ভরসা স্থানীয়দের অর্থায়নে নির্মিত বাঁশের সাঁকো।

এই বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে নদী পার হতে হয় গ্রামবাসীদের। পারাপারের সময় প্রায়ই নদীতে পড়ে যাওয়ার মতো দুর্ঘটনাও ঘটছে। এই সাঁকো দিয়ে কোনো রকমে হেঁটে পারাপার সম্ভব হলেও যানবাহন চলাচল করা যায় না।

সেতু না থাকায় শিক্ষা, চিকিৎসা ও ব‍্যবসা-বানিজ‍্যসহ বিভিন্ন দিক থেকে পিছিয়ে রয়েছে এ অঞ্চলের মানুষ। নদীর দু-পাড়ে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এ সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে আসা যাওয়া করতে হয়। ফলে জরুরি অনেক সুযোগ-সুবিধা ও সেবা থেকে বঞ্চিত রয়েছে এই এলাকার বাসিন্দারা। তাই সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।

এক শিক্ষার্থী বলেন, ‘বাঁশের সাঁকো পার হয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে ভয় করে তারপরও যেতে হয়। বাঁশের সাঁকোটি খুব ঝূঁকিপূর্ণ। নদীতে বেশি পানি থাকলে আমাদের স্কুলে যেতে বেশি ভয় করে।’ 

খোঁজ নিয়ে জানা যায় মগড়া নদীর উপর ব্রিজ না থাকায় প্রতিদিন ৬নং পূর্বধলা ও ৯নং খলিসাপুর এই দুই ইউনিয়নের সিন্ধুর আটিয়া, শালদিঘা, কৃষ্টপুর, নারায়ন ডোর, হুক্কা কান্দা, জালালপুর, শিমুলকান্দি ইসুলীয়া সহ প্রায় ১০ টি গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ প্রতিদিন পারাপার হয় এ বাঁশের সাঁকো দিয়ে।

গ্রামের বাসিন্দারা বলছেন, স্বাধীনতার ৫০ বছর পার হলেও এখানে নির্মাণ হয়নি কোনো ব্রিজ। জনপ্রতিনিধি হওয়ার আগে প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর আর কেউ তাদের খোঁজ-খবর রাখেনা। অনেক দিন ধরে মগড়া নদীর উপর একটি ব্রিজের স্বপ্ন দেখলেও তা আজও বাস্তব হয়নি। তাই এই জায়গায় একটি সাঁকো নির্মাণের দাবি তাদের। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence