ডিবি হেফাজতে আইনজীবীর সহকারীর মৃত্যু স্বাভাবিক

২১ অক্টোবর ২০২৩, ০৮:২৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
হাবিবুর রহমান

হাবিবুর রহমান © ফাইল ছবি

বগুড়ায় গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা আইনজীবীর সহকারী হাবিবুর রহমানের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে। 

শনিবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। গত বৃহস্পতিবার হাবিবুর রহমানের ময়নাতদন্তের প্রতিবেদন সম্পন্ন হয়। 

ডা. মিজানুর রহমান বলেন, আইনজীবীর সহকারীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এটা স্বাভাবিক মৃত্যু। তার শরীরে কোনো আঘাতের বা নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি। প্রতিবেদন শেষ হওয়ার পরপরই তা পুলিশের কাছে দেয়া হয়েছে।

হাবিবুর রহমান শাজাহানপুরের রানীরহাট চকজোড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং বগুড়া জজকোর্টের আইনজীবী মো. মঞ্জুরুল হকের সহকারী (মোহরার) হিসেবে কর্মরত ছিলেন। আইনজীবী মঞ্জুরুল হক তার আপন মামা। এছাড়া তিনি (হাবিবুর রহমান) জেলা আইনজীবীর সহকারী সমিতির সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

গত ৩ অক্টোবর সন্ধ্যা পৌনে ৬টার দিকে শহরের জজকোর্ট চত্বর থেকে শাজাহানপুর উপজেলার চকজোড়া এলাকার খুকি বেগম নামে এক বৃদ্ধাকে হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে হাবিবুর রহমানকে আটক করে ডিবি পুলিশ। কিন্তু আটকের কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে রাত পৌনে ৯টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান মারা যান। 

ওই সময় হাবিবুর রহমানের স্বজনেরা অভিযোগ তুলেন, আটকের পর পুলিশের নির্যাতনের কারণে অসুস্থ হয়ে তিনি মারা যান। 

ময়নাতদন্তের প্রতিবেদনের বিষয়ে হাবিবুরের মামা আইনজীবী মঞ্জুরুল হক বলেন, এটা যে স্বাভাবিক মৃত্যু বলা হবে, তা তো আগে থেকেই জানা। পুলিশের হেফাজতে কোনো মৃত্যু আজ পর্যন্ত অস্বাভাবিক হয়েছে এমন কি দেখেছেন? হাবিবের মৃত্যুর ঘটনায় পুলিশ আগেই ম্যানেজ করেছে।

আইনগত ব্যবস্থার প্রসঙ্গে মঞ্জুরুল হক বলেন, আমাদের আইনগত ব্যবস্থা নেয়ার সময় এখনও চলে যায়নি। আমরা অবশ্যই আইনগত প্রক্রিয়ায় যাবো।

হাবিবুর রহমানের মৃত্যুর পরের দিন জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের মেয়াদ দেয়া হয় সাত কার্য দিবস। 

তবে সেই মেয়াদ আরও সাত কার্যদিবস বাড়ানো হয়েছে বলে জানান কমিটির প্রধান বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আখতার। তিনি বলেন, আমাদের তদন্ত শেষের দিকে। ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছিলাম। সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দশ বছর আগে শাজাহানপুরের জোড়া তালপুকুর এলাকায় বিপুল নামের এক কিশোরকে অপহরণের পর হত্যা করা হয়। সেই হত্যার চার্জশিটভুক্ত আসামি ছিলেন হাবিবুর রহমান। ওই হত্যার ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ছিলেন তার সৎ মা খুকি বেগম। কিছুদিন পরেই খুকি বেগমের সাক্ষ্যের তারিখ ছিল। কিন্তু গত ২ আগস্ট খুকি বেগমকে হত্যা করা হয়। ৪ আগস্ট তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার হয়। তবে ৮৫ বছরের এই বৃদ্ধার দুটি পা নিখোঁজ ছিল। একটি পা পাশের একটি পুকুরে পাওয়া যায়। আরেকটি পা একই এলাকার মনোয়ারা নামে একজনের বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে পুলিশ। পরে মনোয়ারাকে সন্দেহভাজন হিসেবে নিয়ে এলে তখন হাবিবুরের নাম উঠে আসে। ওই তথ্যের ভিত্তিতে হাবিবুর রহমানকে আটক করা হয়। কিন্তু হাবিবুরকে মনোয়ারার সামনে আনা হলেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়া হলে রাতে তিনি মারা যান।

ট্যাগ: আইনজীবী
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9