বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে মামলা

সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ
সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ   © ফাইল ফটো

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ আরও চার জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক মো. হাসিবুল হাসান অভিযোগ গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন।

শেখ মো. শোয়েব কবির নামের এক কর্মচারী মামলাটি করেছেন। তিনি বরিশাল সিটি করপোরেশনে নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার পদে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ছিলেন। 

অভিযোগকারীর আইনজীবী আজাদ রহমান জানিয়েছেন, শোয়েব কবির ২০২১ সালের ৯ মে নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। কিন্তু ২০২৩ সালের ৪ জানুয়ারি থেকে অজ্ঞাত কারণে তার বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি তাকে চাকরিচ্যুত করে একই পদে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়।

গত রোববার শোয়েব নগর ভবনে গিয়ে তার বকেয়া বেতন এবং নতুন নিয়োগপ্রাপ্তর নিয়োগ বাতিলের দাবি জানালে বিসিসি কর্তৃপক্ষ অস্বীকার করে বলে জানান তার আনজীবী। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শোয়েব আদালতে মামলাটি দায়ের করেন।


সর্বশেষ সংবাদ