সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিংয়ে গণিত ও যন্ত্রকৌশলে দেশসেরা চুয়েট

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং-২০২৩ এ প্রকাশিত তালিকায় গণিত ও যন্ত্রকৌশল বিভাগে দেশসেরা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় গণিত বিভাগে স্থান পাওয়া দেশের ১৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)। তৃতীয় স্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

যন্ত্রকৌশল বিভাগে দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের সিভিল এন্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগে দেশে দ্বিতীয় অবস্থানে রয়েছে চুয়েট। প্রথম স্থানে রয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং তৃতীয় বুয়েট।

এছাড়াও কম্পিউটার বিজ্ঞান কৌশলে সপ্তম, জ্বালানি বিভাগে ১৫তম, প্রকৌশল বিভাগে ১৩তম এবং রসায়নে দেশের হয়ে ১৯তম অবস্থানে রয়েছে চুয়েট।

প্রকাশিত তালিকায় আন্তর্জাতিক মানদণ্ডে বিশ্বের বিভিন্ন দেশের সর্বমোট আট হাজার ৪৩৩টি বিশ্ববিদ্যালয় নিয়ে স্পেনের সিমাগো ইন্সটিটিউটশন তাদের জরিপের মাধ্যমে তালিকা প্রকাশ করে। বাংলাদেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণা, উদ্ভাবন ও সামাজিক অবস্থানসহ নানাবিধ বিষয় পর্যালোচনা করার পর তালিকায় স্থান দেওয়া হয়।

উল্লেখ্য যে, স্পেনভিত্তিক সিমাগো ইনস্টিটিউশনস র‍্যাঙ্কিং হলো আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ের প্রতিষ্ঠান। সিমাগো ল্যাব ও বিশ্বের বৃহত্তম বৈজ্ঞানিক প্রকাশক, এলসেভিয়ারের মালিকানাধীন স্কপাস বিজ্ঞান গবেষণায় অবদানের জন্য প্রতিবছর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের র‍্যাঙ্কিং প্রকাশ করে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence