কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন রেলওয়ে রানিং স্টাফরা © ফাইল ছবি
নানান দাবিতে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। ফলে আজ রোববার (২৭ আগস্ট) রাত থেকে সারা দেশে বন্ধ হয়ে যেতে পারে ট্রেন চলাচল। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় এ ঘোষণা দিয়েছেন তারা।
রানিং স্টাফরা জানিয়েছেন, হেডকোয়ার্টারে তাদের ৮ ঘণ্টার ডিউটি শেষে ১২ ঘণ্টা বিশ্রাম করার কথা। কিন্তু কর্মী সংকট থাকায় তারা ৭-৮ ঘণ্টা বিশ্রাম করে আবার কাজে নেমে যেতেন। কিন্তু রেলওয়ে তাদের স্বার্থের বিষয়ে আন্তরিক নয়। এর প্রতিবাদে আন্দোলনে নামতে যাচ্ছেন তারা।
জানা গেছে, রেলওয়ের স্বার্থে রানিং স্টাফকে তার বিশ্রামের সময়েও কাজে যুক্ত করলে বাড়তি ভাতা-সুবিধা দেওয়া হয়। যা ‘মাইলেজ’ সুবিধা হিসেবে পরিচিত। ২০২১ সালের ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয় এ সুবিধা সীমিত করতে রেল মন্ত্রণালয়কে চিঠি দেয়। চিঠিতে আনলিমিটেড মাইলেজ সুবিধা বাদ দিয়ে সর্বোচ্চ ৩০ কর্মদিবসের সমপরিমাণ করার কথা জানায়। এছাড়া পেনশন ও আনুতোষিক ভাতায় মূল বেতনের সঙ্গে পাওয়া ভাতা যোগ করার বিষয়টি বাদ দেওয়া হয়।
সমিতির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বলেন, গত ২০ আগস্ট রেলমন্ত্রী, সচিব এবং রেলওয়ে মহাপরিচালক ডেকেছিলেন। নেতাকর্মীরা সেদিন উপস্থিত হয়ে কথা বলেছেন। কিন্তু রেলমন্ত্রী ভালো ব্যবহার করতে পারেননি। তিনি হুমকি দিয়েছেন। আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছি। এরই মধ্যে প্রায় সাড়ে তিন বছর সময় দেওয়া হয়েছে। ১৬০ বছর ধরে চলা নিয়ম হুট করে বন্ধ করে দেবে, এটা তো স্টাফরা মানবে না।
এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান গণমাধ্যমকে বলেন, রানিং স্টাফদের সঙ্গে মন্ত্রীর মিটিং হয়েছে। তিনি স্টাফদের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে অনুরোধ করেছেন।