অনুষ্ঠানে অতিথিবৃন্দ © টিডিসি ফটো
পদ্মা ব্যাংকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবিুর রহমানরে ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোকপাত করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশের সকল শাখার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ ১৫ আগস্টের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।